CP গ্যাং নিয়ে চারপাশে চিত্কার ম্যাত্কার বলত্কার শুরু হইছে ।
ইস্টিশন ব্লগে আমি কালপুরুষ নামের একজন এই সিক্রেট গ্রুপের সব তথ্য ফাস করে দিছে । বাংলা ব্লগের ঐতিহাসিক এ টিমের মতো ফেসবুকেও একটা ঐতিহাসিক টিম তৈরী হতে হতে থেমে যাচ্ছে । আসলেই কি ?
রাসেল রহমান , বেলের কাঁটার মতো ব্লগাররা যে আওয়ামী পন্থী এটা সবাই জানে । একেবারে অশ্লীল পর্যায়ের গালাগালি দেখেছি এদের । আগে ফেসবুকে ধর্ম ভিত্তিক আলোচনার যে গ্রুপগুলো ছিলো তাতে এরা ল্যাদায় বেড়াতো সবসময় । কোনো যুক্তিই শুনতো না , এদের ধারণা ছিলো যে গালি দিয়ে নাস্তিকদের আস্তিক বানায় দিবে । আসিফ মহিউদ্দীনের এদের সিরিয়াস এলার্জি । যুক্তিতর্ক নয় , গালাগালি করেই সব খাইয়ালাইছি টাইপ ভাব নিতো এরা ।
গ্রুপে এদের সাথে আমিও প্রচুর গালাগালি করছি । গালিবাজ নাস্তিক ট্যাগ খাইছি । বাট কাহিনী হলো , এখন যদি এই লীগাররা জামাতি শুয়োরদের বিরুদ্ধে যুদ্ধে নামে , আমার অবস্থান কি ?
আমি এদের মোরাল সাপোর্ট দিতে রাজী আছি । কিন্তু ঘুরে আবার আগের জায়গায় গেলে উল্টা পোন্দানী ।
CP= Chagu pundano হোক আর chudir pola ই হোক , এটার ফিউচার দেখার জন্য উন্মুখ হয়ে আছি ।
[ আর অর্ফিয়াসের গন্ডারের চামড়া । গালি হোক গুলি হোক কোনোটাই ঢুকে না ]
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
দাদা দেখি চিন্তিত
দাদা দেখি চিন্তিত
(No subject)
:চিন্তায়আছি: :চিন্তায়আছি:
আপনার পোস্টের মর্মার্থ বুঝলাম
আপনার পোস্টের মর্মার্থ বুঝলাম না। অনুগ্রহ পূর্বক একটু পরিস্কার করবেন ?
তাদের গত কদিনের একটিভিতি
তাদের গত কদিনের একটিভিতি দেখেন। ক্লিয়ার পুরাপুরি না হইলেও কিছুটা আচ করতে পারবেন 🙂
হুম।
হুম।
ওয়েট এন্ড ওয়াচ
:কলদে: ওয়েট এন্ড ওয়াচ
(No subject)
:মানেকি: :চিন্তায়আছি: :ভাবতেছি: :অপেক্ষায়আছি: