খাস নিয়্যাতে এশা’র নামাজ পরতে গিয়েছিলাম [কালকে পরীক্ষা তাই আরকি] … নামাজ শেষে আবিষ্কার করলুম আমার ব্র্যান্ডেড
অল্প বয়স্ক জুতা জোড়া গায়েব থুক্কু গুম হইয়া গেছে
[ বয়স ১ মাস প্রায় :'( ]
অগত্যা হিমু হিমু ভাব নিয়ে খালি পায়ে বাসায় প্রত্যাবর্তন করলাম।
খাস নিয়্যাতে এশা’র নামাজ পরতে গিয়েছিলাম [কালকে পরীক্ষা তাই আরকি] … নামাজ শেষে আবিষ্কার করলুম আমার ব্র্যান্ডেড
অল্প বয়স্ক জুতা জোড়া গায়েব থুক্কু গুম হইয়া গেছে
[ বয়স ১ মাস প্রায় :'( ]
অগত্যা হিমু হিমু ভাব নিয়ে খালি পায়ে বাসায় প্রত্যাবর্তন করলাম।
এখন রাব্বুল আ’লামীনের কাছে ফরিয়াদ জানাই, “তিনি যেনো ঐ ধার্মিক চোরকে ব্র্যান্ড ভ্যালু বোঝার তৌফিক দান করেন নাহলে তার পরিবারে পয়দা হওয়া সকল পোলাপান ল্যাংটা পয়দা হইবে।”
[ আমি শোকাহত , জুতা জোড়া অতি অল্প বয়সী ছিল]
প্রচারেঃ “হেফাজতে স্যান্ডেল”
আই থিংক, জুতার পাখনা গজাইছিল।
আই থিংক, জুতার পাখনা গজাইছিল। তাই সে ডেটিংয়ে গেছে। ফিরে আসবে। ওয়েট…
সবুরে জুতা ফলে…
জুতা আমার জুতা। আই মিস ইউ
জুতা আমার জুতা। আই মিস ইউ জুতা।
যেখানেই থাকো ফিরে আসো!! জুতা তোমার শোকে তোমার মালিক মানে আমি এখন শয্যাশায়ী। 😛 :ক্লান্তকাছিম:
আপনি ইস্টিশনবিধি লঙ্ঘন করে
আপনি ইস্টিশনবিধি লঙ্ঘন করে প্রথম পাতায় চারটি পোস্ট দিয়েছেন। প্রথম পাতায় দুইয়ের অধিক পোস্ট দেওয়া ইস্টিশনবিধি-৫ এর লঙ্ঘন। দুটি পোস্ট রেখে বাকী পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হলো। ভবিষ্যতে বিধি মেনে ব্লগিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার জ্ঞ্যাতার্থে এখানে ইস্টিশনবিধি-৫ উল্লেখ করা হলো-
এই ধরনের ছোট ছোট পোস্ট ব্লগে
এই ধরনের ছোট ছোট পোস্ট ব্লগে ভালো লাগে না। খুব কি জরুরী ছিল? এটা দিতে গিয়ে আপনি ইস্টিশনবিধিও লঙ্ঘন করেছেন। ভেবে দেখবেন। শুভকামনা। :খুশি:
মজার পোস্ট । তবে একটু ধীরে
মজার পোস্ট । তবে একটু ধীরে ধীরে লিখুন । স্বল্প পরিসর থেকে একটু সরে আসুন। শুভেচ্ছা রইল 🙂