সামনে আর যত আয়ু এই প্রানে
ক্রমেই যাচ্ছে গলে
ছিল পেছনের যত দিনলিপি
একটি একটি পৃষ্ঠা যাচ্ছে ঝরে।
স্মৃতিকথারা সব উড়ে যাও দূরে
কত রং নেয়া এখনো আছে বাকি
মলিন শূন্যে সাজানো ঘরে
জগতময় আমার বসতি।
শুধু এইবেলা বসে থাকি
এইতো হাজারো আল্পনা
বেলুনটা আকাশে উড়িয়ে দিলেই
কাটে সব মায়া আর জল্পনা।
একটু পরেই সাঙ্গ হবে
শত হিসেবের কথকতা,
কিছুকাল বিচরণ করে
উড়ে যাওয়াই সারকথা।
ভালো লাগল।
ভালো লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
কিছুকাল বিচরণ করে
উড়ে যাওয়াই
:তালিয়া: :তালিয়া:
বেঁচে আছি কিনা তা নিরুপন করাই
বেঁচে আছি কিনা তা নিরুপন করাই বড্ড কষ্ট।