১।ফরেন মিনিস্টার দিপু মনি ২০০৯ সালে মন্ত্রী হবার পর থেকে শতাধিক বার বিদেশে গেছেন। এর আগে বাংলাদেশের কোনো মন্ত্রী এত বার বিদেশ সফর করেনি। এতবার বিদেশ সফরে গিয়ে তিনি কি করেছেন তা তিনি নিজে ছাড়া কেউ বলতে পারার কথা না।
মন্তব্যঃ হ্যা, উনি পরাস্ট্র মন্ত্রী তাই যেতেই পারেন।
২।মখা আলমঙ্গীর একটা থানা উদ্বোধন করতেও যান হ্যালিকাপ্টার নিয়ে। অন্য কিছুর কথা বাদদেন।
মন্তব্যঃ স্বরাস্ট্র মন্ত্রী যেহেতু উনার সময়ের মুল্য অনেক তাই হ্যালিকাপ্টার কেন উনার তো রকেট নিয়ে যাওয়া দরকার, আফ্টার অল হি ইস মখা। অন্য কেউ হলে আলাদা কথা।
৩।দেশের নব-নির্বাচিত রাস্ট্রপতি গেছেন সিঙ্গাপুরে শরীর চেক-আপ করতে। এর আগে কখনও গেছেন কিনা জানিনা। তবে প্রেসিডেন্ট হোয়ায় যাওয়া ফরজ হয়ে গেছে।
হুম, রাস্ট্রপতি বলে কথা।
৪।হেফাজতের ইসলামের আমীর আহমদ শফি দলীয় সমাবেশে গেছেন হ্যালিকাপ্টার নিয়ে।
হেহে। প্রথম ৩ টি খবরে সুচীলদের চুলকানি না হলেও শেষেরটিতে উনাদের পু*কিতে আগুন ধরে গেছে। তাই উনারা আহমদ শফির নাম দিয়েছেন কাপ্টার শফি।
আপনার এই পোস্ট এ মন্তব্য
আপনার এই পোস্ট এ মন্তব্য নিষ্প্রয়োজন । তবু একটা কথা বলব , বঙ্গবন্ধু আর জিয়া উভয়েই আদর্শ যার তার ব্রেইন এর তার এ জং ধরতে বাধ্য । মাইন্ড খাইলে চরি ।
দ্যা রিয়েল ছাগুটা কে? এই ৪
দ্যা রিয়েল ছাগুটা কে? এই ৪ জন, না আপনি?
শফি যদি উপরের ৩ জনের যে কোন
শফি যদি উপরের ৩ জনের যে কোন একজন হতেন, কেউই তার হেলিকপ্টার নিয়ে প্রশ্ন তুলত না।
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, হু ইজ দি রিয়েল ছাগু…
হেড লাইনেই নিজের পরিচয় ফাঁস?
হেড লাইনেই নিজের পরিচয় ফাঁস? :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
দ্যা রিয়াল ছাগুটা কে? বললেন
দ্যা রিয়াল ছাগুটা কে? বললেন নাতো ! পোস্ট দিয়ে হাওয়া হয়ে গেলেন কেন? মন্তব্যে অংশগ্রহণ করতে না পারলে পোস্ট না দেয়াই উত্তম…..
ভয় খাইসে
হেতেও জানে ছাগু
ভয় খাইসে 😀
হেতেও জানে ছাগু কেডা, তাই আর কমেন্ট করতে আহে নাই :p
হেড লাইনেই নিজের পরিচয়
:এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়:
হেড লাইনেই নিজের পরিচয় ফাঁস
================================================================