ঝটপট ইউনিফর্ম পইড়া, একটা গুল্লিফ সিগ্রেট ধরায়া,শটগানটা কান্ধে ঝুলায়া মেসমেট কন্সটেবল আক্রমের হাতে নিজের ক্যাম্রাওয়ালা চাইনিজ মুবাইলটা দিল কন্সটেবল খসরু! তাড়াতাড়ি ফেবুতে এইরকম সেক্সি ছবি ছাড়তে অইবো! যে মিশনে রাইতে নামতাছে!! ২ কুটি মানুষ মাইরা গুম করতে অইবো ১ ঘন্টার মধ্যে!! পাব্লিকে বেশি প্যাচাল পাড়তাছে! একদিকে আস্তিকদের ফালাফালি! একদিকে নাস্তিকদের ফালাফালি! খাড়া আইজ রাইতে বাংলাদেশ পুলিশ ফুর্স সবকয়ডারে ফালায়া দিবো! সবার মুবাইলে ম্যাসেজ চইলা আইলো, “গড়ের মাঠে জড়ো হ সব পুলিশ! ৫ মিনিটের মধ্যে! মুখে দাড়ি থাকলে সেইডারে সিরাম আস্তিক মনে কইরা গুলি চালাবি! আর ক্লিন সেইভ থাকলে সেইডারে সিরাম নাস্তিক মনে কইরা গুলি চালাবি!” পুলিশি জোসে ভরে উঠলো খসরুর মন! পুলিশ কি গাছে ধরে!! খাড়া সব কয়ডারে আইজকা দেহামু কত ধানে কত পুলিশ!! কান্ধে কাঁধ মিলায়া বাইর হইলো আক্রম আর খসরু! ঢাকা শহরের বাসায় বাসায় ঢুইকা আস্তিক আর নাস্তিক মারলো পুলিশেরা। ভোর ৫ টা নাগাদ সব খেল খতম! বুড়িগঙ্গায় হাঙ্গরের দল চইলা আইছে বুফে খাওয়ার লাইগা! রাজনীতিবিদ কয়ডারে শুধু মারলো না উপর মহলের নির্দেশে! নাস্তিক ভার্সিটি, আস্তিক ভার্সিটি, রেপ-ড্রাগস ভার্সিটি সব খতম! সকাল বেলা ফকফকা ঢাকা শহর! শহরে সব মিলায়া হাজার দশেক পুলিশ আর শ পাঁচেক রাজনীতিবিদ। খসরু বেশ টায়ার্ড অনেক আস্তিক-নাস্তিক মারছে সে! একটা গুল্লিফ ধরায়া রাস্তা দিয়া হাটা শুরু করলো। চাইনিজ মুবাইল দিয়া ফেবুতে ঢুইকা দেখলো কুনু নুটিফিকেশন নাই. শালা সব তো বুড়িগঙ্গায় হাঙ্গরের প্যাটে যাইতাসে! নুটিফিকেশন কে দিবো! আস্তিক-নাস্তিকরা কই… পেইন হইয়া লগ আউট করলো সে। দেখলো একদিকে বারিধারানিবাসী লুঙ্গি পড়া কয়েকজন ভদ্র রাজনীতিক একটা বিল্ডিং নাড়াইতাছেন, আর কিছুক্ষনের মধ্যেই ধইসা পড়বো! সইরা গ্যালো তাড়াতাড়ি, সামনে আরেক পাঞ্জাবীওয়ালা রাজনীতিকের সাথে জোরেসোরে ধাক্কা খাইলো। সে তারে কইলো, যাক! তেমন কুনু দূর্ঘটনা হইলো না! খসরু আগাইতে থাকলো, দেখলো ২ জন বিপরীতমুখী নারীনেত্রী একসাথে বইসা চা খাইতাসে আর কি নিয়া যেনো হাসাহাসি করতাসে। আরেকটু আগায়ে দেখলেন পাঁচজন বিশাআআআল সাইজের মহিলা এমপি জগিং করতে করতে আইতাছে! সামনাসামনি পইড়া যাওয়ায় একজন হুংকার ছাইড়া কইলো “কাচ্চা চাবা যাউংগা!”, অবস্থা বেগতিক দেইখা রাস্তা থেইকা ফুটপাথে উঠলো! এরপর রাস্তায় তেমোন কিছু চোখে পড়লো না, মোড়ে মোড়ে তার সহকর্মীরা ডাঙ্গুলী আর হাডুডু খেলতাসে। এক পুলিশ অফিসাররে ক্রিকেট ক্যানো খেলতাসে না জিজ্ঞাসা করতেই তিনি আবেগঘন কন্ঠে বইলা উডেন “ক্রিকেট নাস্তিকের খ্যালা! আস্তিক নাস্তিকের খেলার মধ্যে আমরা পুলিশরা নাই! তুই নাস্তিক পুলিশ! এখনি দূর হ!!” সে ভয়ে দৌড়ায়া সেন্ট্রাল জেলের সামনে চইলা আইলো, দ্যাখে মোটাসোটা লম্বা একজন হাজতী মনে হয় প্রাক্তন মন্ত্রী হইবো, তার দিকে ছুটে আইতাছে, অবস্থা বেগতিক দেইখা সে একটা গাছের মগডালে উঠলো। হাজতীটা গাছ নাড়াইতে নাড়াইতে কইতাছে, “নিচে আইসা আমার গা হাত পা টিপা দে! তর জামিন করায়া দিমু!” কস্কি মমিন! পুলিশের জামিন দিবি!! অনেকক্ষন চেষ্টা কইরা হাজতীটা চশমা পরা সাংবাদিক হাজতিটারে কোলে তুইলা হাটা দিলো। গাছের উপর থিক্কা খসরু খেয়াল করে জেল থিক্কা সব দাড়িওয়ালা ফাঁসির আসামী হাজতীগুলা বাইর হইতাছে। সে মনে মনে ভাবে, এই সব রাজনীতিবিদদের বাঁচায়া কি লাভ! মারি সবকয়টারে! ফেসবুকের পুলিশ গ্রুপে সে আপডেট দিয়া দিলো সব পুলিশরে ডাংগুলি খ্যালা রাইখা আবার অস্ত্র হাতে রেডি হইতে! পলিটিশিয়ান গুলারে খরচ করতে হইবো! এরপর দ্যাশ শুধু পুলিশের!! গাছের থেকে নেমে আরেকটা গুল্লিফ ধরায়া শটগান হাতে সে রওনা দিলো, পলিটিশিয়ান কমাইতে, যাইতে যাইতে আরাম কইরা ২ টা রে ফালায়ও দিলো! আর কয়া উঠলো “জয় পুলিশের জয়!!”
ব্যঙ্গাত্মক রচনা । মজা পাইছি
:হাহাপগে: :হাহাপগে: ব্যঙ্গাত্মক রচনা । মজা পাইছি । শুভেচ্ছা রইল । 🙂
ধইন্যাপাতা!!
ধইন্যাপাতা!! :খুশি:
খসরু আগাইতে থাকলো, দেখলো ২ জন
খসরু আগাইতে থাকলো, দেখলো ২ জন বিপরীতমুখী নারীনেত্রী একসাথে বইসা চা খাইতাসে আর কি নিয়া যেনো হাসাহাসি করতাসে। আরেকটু আগায়ে দেখলেন পাঁচজন বিশাআআআল সাইজের মহিলা এমপি জগিং করতে করতে আইতাছে! সামনাসামনি পইড়া যাওয়ায় একজন হুংকার ছাইড়া কইলো “কাচ্চা চাবা যাউংগা!” :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
😀
সৃজনশীল লেখা মনে হলো
সৃজনশীল লেখা মনে হলো
ইটা সৃজনশীল হইলে সৃজনশীল গুলা
ইটা সৃজনশীল হইলে সৃজনশীল গুলা কি হইবো?? 😉
ধইন্যাপাতা……. 🙂
মনের খায়েস পুরা হইছে ?
মনের খায়েস পুরা হইছে ?
হইলো আরকি, সময়
হইলো আরকি, সময় সাপেক্ষে……… 😛
হাজতীটা গাছ নাড়াইতে নাড়াইতে
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
😀
হেফাজতিরা কত কল্পনাই করা
হেফাজতিরা কত কল্পনাই করা শিখাইছে রে ভাই……
দ্যাখেন! সামনে আরো কত কি
দ্যাখেন! সামনে আরো কত কি শিখায়!! 😉
ইস্টিশনে নতুন একাউন্ট খুলে
ইস্টিশনে নতুন একাউন্ট খুলে আপনার লেখাটাই প্রথম পড়লাম।
সেরকম লাগলো… 🙂
অনেক অনেক ধইন্যাপাতা ভাইজাই!
অনেক অনেক ধইন্যাপাতা ভাইজাই! হ্যাপি ব্লগিং!! :salute:
ধইন্যা ভাইসা।।
ধইন্যা ভাইসা।। 😀 :salute:
হা হা হা… ব্যাপক মজা পেলুম
হা হা হা… ব্যাপক মজা পেলুম :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
😀
😀 😀
চালায়ে যা!
চালায়ে যা! :তালিয়া: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
আমি স্যাটায়ার লিখতাম কিন্তুক
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :ফুল: আমি স্যাটায়ার লিখতাম কিন্তুক আমার দেখি দিন শ্যাষ …আমার গুরু আইছে
অনেক অনেক ধইন্যাপাতা!!
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
অনেক অনেক ধইন্যাপাতা!!