বিবর্ন পৃথিবীতে কেউ একমুঠো ভাত দেবেনা,
আমাকে পুড়ে মরতে হবে জ্বল জ্বল রৌদ্রে
কেউ এক ফোটাজল দেবেনা।
আমি একটা ঝড়ের প্রতিক্ষায় আছি
তুমুল ঝড়।
আমি একটা ঝড়ের প্রতিক্ষায় আছি
তুমুল ঝড়।
প্রচন্ড বাতাস উড়িয়ে নেবে সবকিছু।
উচু দালানগুলোকে দেবে গুড়িয়ে।
যেখানে আমার “মাথা”রা বসবাস করে।
সমস্ত নিয়ম-কানুন ছিন্ন করে সে ঝড়
থেমে যাবে একটি উজ্জ্বল সোনালী প্রভাতে
শুরু হবে নতুন বর্বরতার ইতিহাস।
ঝঞ্জালের পৃথিবীতে, আবর্জনার স্তুপ থেকে
জন্ম নেবে আগামীর মহামানব।
-পৃথু স্যন্যাল।
ঝড় আসবেই। আসতে হবেই। আমরাই
ঝড় আসবেই। আসতে হবেই। আমরাই নিয়ে আসব সেই ঝড়।
সে ঝড় আসতে আর কত দেরী?
সে ঝড় আসতে আর কত দেরী?
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
(No subject)
:কনফিউজড:
আমি একটা ঝড়ের প্রতিক্ষায়
:অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: –