অবশেষে সাভারের মর্মান্তিক ভবনধ্বসের ব্যাপারে মুখ খুললেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।এবং এ ব্যাপারে বক্তব্য প্রদান করে তিনি গতানুগতিকভাবে ষোলকোটি বাঙ্গালীকে সন্তুষ্ট করেছেন বলে ধরে নেয়া যায়।বিদেশে থাকা অবস্থায় বার্তাসংস্থা এপিকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি সাভারের ঘটনাকে ‘তেমন ভয়াবহ নয়’ বলে উদাহরণ দেন।একই সাথে তিনি জানান এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কারণ কিছুদিন আগেই এক অগ্নিকান্ডে বাংলাদেশে ১১৫ জন শ্রমিক মারা গেছেন।তাই বাংলাদেশে এ ঘটনা বড় ঘটনা নয় বরং স্বাভাবিক।
তাছাড়া তিনি একটা কথা জোর দিয়ে বলেন যে সাভারের সামান্য ঘটনা অর্থনীতিতে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না।এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে হলমার্ককে দাড় করান।তিনি বলেন হলমার্কের ৭০০ কোটি টাকা কেলেংকারীকে এখানে সামান্য বলে বিবেচনা করা হয় এবং হলমার্কের আবদারে তাকে আবার লোন দেয়ার ব্যবস্থা করা হয়।তাই মাত্র তিন হাজার টাকার বেতনের শ’চারেক লোকের মৃত্যুতে অর্থনীতির আবার কি এসে যেতে পারে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন।
উল্লেখ্য,শেষ কথাগুলো অর্থমন্ত্রীর অনুরোধে এপি পরে মুছে দেয়।
তথ্যসূত্র:www.mzamin.com/details.php?nid=NTMwNTA%3D&ty=MA%3D%3D&s=MTg%3D&c=MQ%3D%3D
নিউজটা দেখার পর থেকে গা
নিউজটা দেখার পর থেকে গা জ্বলতেছে। এরা সাক্ষাৎ শয়তান। এরে ধইরা রানা প্লাজার কংক্রিটের স্তুপের নীচে এক সপ্তাহ ফেলে রাখা উচিৎ। শু……র বাচ্চা।
কি বলব ভাই।এদেরকে নাকি আমরাই
কি বলব ভাই।এদেরকে নাকি আমরাই ভোট দিয়ে মন্ত্রী বানাইছি।
এর মাথার নিউরনগুলো সর্বশেষ
এর মাথার নিউরনগুলো সর্বশেষ কবে কানেক্টেড হয়েছিল বুঝতে পারি না।
এই ‘মালে’র মাথায় নিউরন আছে
এই ‘মালে’র মাথায় নিউরন আছে কিনা সন্দেহ।
মাল মুহিতের এই অমর বানী

মাল মুহিতের এই অমর বানী সহকারে নীচের ছবিটা আমাদের মহান সংসদে ঝুলিয়ে রাখার আবেদন রইল-
ভাবছিলাম মখাই একমাত্র গাধা
ভাবছিলাম মখাই একমাত্র গাধা মন্ত্রী।পরে বুঝলাম আমিই আসলে গাধা।
পাগলের প্রলাপ।
পাগলের প্রলাপ। :মাথাঠুকি:
এই গাধায় দেখি মাহবুবুর কেও
এই গাধায় দেখি মাহবুবুর কেও হারমানায়।
মালের বোঝা বইতে যেয়ে দেশ আজ
মালের বোঝা বইতে যেয়ে দেশ আজ বেতাল