সাভারে ভবন ধ্বস আর হেফাজতের তের দফায় সরকারের বেকায়দা অবস্থায় বেশ ফুরফুরে মেজাজে আছেন আমাদের বিরোধী দলীয় নেত্রী।তাই তিনি দিন দুয়েক আগে ঠিক করলেন তিনি ট্রেন ভ্রমণ করবেন অ্যানোনিমাস অবস্থায়।কিন্তু ভাগ্যক্রমে আমি আবার ঐ রূটের নিয়মিত হাজিরা দেওয়া যাত্রী।ফলে ওপরের ইচ্ছায় আমাদের দেখাটা হয়েই গেল।
যাই হোক সেদিন হঠাৎ আবিষ্কার করলাম ট্রেনের এক সিটে মোটাসোটা এক রমণীর পাশে বেগম খালেদা জিয়া কষ্টেসৃষ্টে বসে আছেন।আমি হতবাক হইতে যেয়েও পারলাম না কারণ আশেপাশের কেউই উনারে চিনতে পারে নাই।
-ম্যাডাম,আপনি এইখানে?
-আরে তুমি আমারে কিভাবে চিনলা?
-একচুয়ালি ম্যাডাম আমি আপনার মুখের ঈশান কোণের নকল দাঁতটা দেখেই চিনে ফেলেছি।
ম্যাডাম খানিকটা ইমপ্রেসড হল বোঝা গেল।কিন্তু বেশিক্ষণ এ অবস্থায় থাকতে পারলেন না।
-এই যে,আপনি এই ভাবে লাট সাহেবের বেটির মত বসছেন কেন?নিজের চেহারাখানা খালেদা বদটার মত দেখতে,এই জন্য কি নিজেরে দেশনেত্রী মনে করেন?
ম্যাডাম অসহায়ভাবে মহিলার দিকে তাকিয়ে আরেকটু চেপে বসলেন।
-ম্যাডাম,আপনার বডিগার্ডরা কই?আপনার তো অসুবিধা হচ্ছে।
-(রাগতস্বরে)আর কইও না।মনে হয় ভুল করে দিগন্ত টিভির গাড়িতে আগুন দেওয়া পিকেটার বাহিনীকে দায়িত্ব দিছলাম।আহাম্মকেরা এখন পেছনের বগিতে আছে।
এরপর আমি ম্যাডামের জন্য তড়িৎ গতিতে কিছু পদক্ষেপ নিলাম।তার সিটের মহিলারে ভাগাইয়া দিলাম এবং নিজেই তার পাশে বসলাম।অত:পর আমাদের মাঝে আরও কিছু বাতচিৎ হয়েছিল।তার মধ্যে ‘আপনার এই কিউট শাড়িটা কোত্থেকে কিনেছেন’ এই টাইপের আলাপ বাদ দিয়ে মূল বিষয়গুলো তুলে দিচ্ছি:
-ম্যাডাম,সাভারের ঘটনায় ম.খার ঝাঁকাঝাঁকি তত্ত্ব আর মাহি বি’র গজব তত্তের মধ্যে কোনটা আপনার কাছে আকর্ষণীয় মনে হয়েছে?
-দেখ মখা যদি গাধা হয় তাহলে মাহি গাধাশ্রেষ্ঠ।তাই মাহির সাথে মখার তুলনা করা ঠিক না।
-আপনি হেফাজতের ১৩ দফাকে সমর্থন করেন কি?
-এককথায় আমি শফি সাহেবকে সমর্থন করি।কারণ তার মধ্যে আমি যে যৌবন শক্তি দেখেছি তা আমি সাঈদী সাহেবের মধ্যেও দেখিনি।
-কিন্তু মাহমুদুরের বিরুদ্ধে তার কাছে তো ‘কুদরতি বটিকা’ সরবরাহের অভিযোগ আছে বলে শোনা যায়!
-না না এ হতেই পারে না।এটা সম্পূর্ণ ন্যাচারাল।আমি তার ছোট বিবির সাথেও এ নিয়ে কথা বলেছি।তবুও তুমি যখন বলছ আমি ইসলামী ছাত্রীশিবিরেও খোঁজ নেব।
-ম্যাডাম আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সংসদে কথা বলতে যান না কেন?
-আমরা আমাদের ওজন বুঝে চলি।আমরা নিশ্চয়ই সংসদে বসে ঐসব একদল সাদা কালো কোর্ট পড়া পেঙ্গুইনের সাথে কথা বলতে পারি না।
-হাসিনা সরকারের প্রতি আপনার কোন মেসেজ?
-দেখুন মাননীয় প্রধানমন্ত্রী,আপনার ঐসব ঠোঙ্গামার্কা এমপি-মন্ত্রীর জন্য আমার তিনজন মহিলা এমপি অথবা একজন পাপিয়াই যথেষ্ঠ।তাই সময় থাকতে গদি ছেড়ে টুঙ্গিপাড়ায় শিফট হন।
ইতিমধ্যে ট্রেন গন্তব্যে এসেছে।জানালা দিয়ে দেখলাম ম্যাডামের আহাম্মক দল তীরবেগে দৌড়ে আসছে।তাই আমাকে তাড়াতাড়ি ভাগতে হল।তবে আসার আগে ম্যাডাম আমাকে আচানক একটা জিনিস দিয়েছেন।জিনিসটা হল……ছি: কমু না।
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
ওই মিয়া ভাল করে খেয়াল করে
ওই মিয়া ভাল করে খেয়াল করে দেখছেন ওই ট্রেনে এরশাদ-ফালু বা, অন্য কেউ ছিল কিনা?
এমনিতে সেরাম মজার হইছে, হাইসা খুন…
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
দুঃখিত মজা পাইলাম না….
দুঃখিত মজা পাইলাম না….
আপনার ডায়েবেটিস ধরছে শিউর:-P
আপনার ডায়েবেটিস ধরছে শিউর:-P
ডায়বেটিস থাকলে হাসি আসে না?
ডায়বেটিস থাকলে হাসি আসে না? :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
ডায়েবেটিস রোগীরা সব কিছু মেপে
ডায়েবেটিস রোগীরা সব কিছু মেপে মেপে ইউজ করে বলে জানি।
মজাটাও আপনি মেপে নেন কিনা…
ভাই, আপনার মেশিন ঠিক আছে???
ভাই, আপনার মেশিন ঠিক আছে??? :হাসি: :হাসি: :হাসি:
ঠিক বেঠিক যাই থাকুক ‘মেশিন
ঠিক বেঠিক যাই থাকুক ‘মেশিন চলবে’
(No subject)
😀 😀 😀 😀 😀
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ডায়াবেটিক ধরে নাই। তবে
ডায়াবেটিক ধরে নাই। তবে গোপালীর উপর রুচি নাই….