বায়ুশূন্য তরঙ্গ বয়ে যায় মৃদু ধারায়
কবিতাও ক্রমশ চলে যাচ্ছে শৃঙ্খলের বাইরে
দিশেহারা আমার সব!
উল্লাস উপেক্ষা আর অত সহজ নয়
শত জনম নির্লিপ্ত থেকে কি পেয়েছি আমি?
বাস্তব অবাস্তবের সন্ধিক্ষণে দাড়িয়ে
আর কত স্বপ্ন কথন?
বায়ুশূন্য তরঙ্গ বয়ে যায় মৃদু ধারায়
কবিতাও ক্রমশ চলে যাচ্ছে শৃঙ্খলের বাইরে
দিশেহারা আমার সব!
উল্লাস উপেক্ষা আর অত সহজ নয়
শত জনম নির্লিপ্ত থেকে কি পেয়েছি আমি?
বাস্তব অবাস্তবের সন্ধিক্ষণে দাড়িয়ে
আর কত স্বপ্ন কথন?
ভয় নেই!
চাইলেও সীমা অতিক্রম আমার অসাধ্য।
মস্তকে সেই স্বীয় রাজ্যের মুকুট
কি এক বন্ধনে আটকে আছি! যাচ্ছি মিশে
এখানে এখনো ধূসরতার জয়জয়কার।
বিজয় কাব্যেও লেখা থাকে
কালো মিশ্রিত কাঙ্খিত হাহাকার।
ভাল লাগল
ভাল লাগল 🙂
ভালয় লাগল!! আজ এতগুলো কবিতা
ভালয় লাগল!! আজ এতগুলো কবিতা পরলাম যে মেজাজটাই কেমন জানি হয়ে গেছিল।
আপনারটাই সর্বাপেক্ষা ভাল মনে হল!!
গুড
গুড