“শীতল অনুভূতি”
আমাকে মাফ করে দিও খোকাবাবু
বাচাতে পারলুম না তোমাকে
মনিহারী দিদি সাবিত্রীকে বলেছিলো
এবার বেতন পেলে নতুন কামিজ কিনে দেবো!
জনার্ধন কাকা আর পাশের বাড়ির আরিফ ভাই,
কতবার দেখেছি টিফিন ক্যারিয়ার হাতে যাচ্ছে;
আসছে ফিরে।
এবার আর এলোনা তারা!চাপা পড়ে গেল অসহায় নিয়তির নীচে অকালে!
ভিজবো,আমি ভিজবো আজ বৃষ্টি ধারায় ,
হে মেঘ তুমি এক পশলা সুখের বৃষ্টি হয়ে ভিজিয়ে দিও আমায়
আমি চেয় রব তোমার পানে হৃদয় ছুঁয়া শীতল অনুভূতি নিয়ে ।।
খুব একটা ভাল হয় নি ।।
খুব একটা ভাল হয় নি ।। :ঘুমপাইতেছে:
সবাই ইদানীং কবিতা লিখা শুরু
সবাই ইদানীং কবিতা লিখা শুরু করল কেন বুঝলাম না!!
৪-৫ বছর নিজের কবিতা না ছিঁড়ে কোন কবিতা পাবলিক করা উচিৎ না…
সাহস করে কবিতা লিখেছেন এইটাই একমাত্র প্রশংসার।
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: