আজকের বিডি নিউজ ২৪ এর জরিপের ফলাফল টা একটু খেয়াল করুন তার পর এর আলোচনায় আসব!! রাত ০৮:২৫ মিনিট এর ফলাফল। ওই হারামি রানা যখন গ্রেপ্তার হয় তখন ছিল ৮২% আর, ১৮%, ভোট ছিল ৪১৫০+!!
আর কিছু কি বলার দরকার আছে? না থাকলেও কিছু বলি!!
এই জরিপের ফলাফল থেকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমরা?
১) জনগন সরকারের উপর চরম ক্ষ্যাপা, তাই সরকার বিরোধী সব কথায় তারা সমর্থন দেয়!
২) ছাগুরা পেইড ছাগল দিয়া যথারীতি জরিপের ফলাওলে বড় প্রভাব রাখছে।
৩) বিএনপি’র জনপ্রিয়তা ভয়ঙ্কর বেড়ে গেছে!!
৪) আওয়ামি সরকারের উপর জনগণের কোন আস্থা নাই।
৫) ম. খা’র মাতলামির জনরোষের ফল!!
আপাত আমার কাছে মনে হচ্ছে উপরের সবগুলো কারণই এমন ফলাফলের জন্য দায়ী।
যাহোক, আমি তর্ক বা বিতর্ক কিংবা কুতর্ক করতে চাই না।
আমি কেন জানি ওই ১৮% এর পক্ষেই মত দিয়েছিলাম। আমি হয়ত অনেক বেশী আশাবাদী তবে, আমারটাই বাস্তব হল বলে সরকারকে ধন্যবাদ!!
সরকারের প্রতি একটা অনুরোধ করতে চাই ওই মাতালটা বোধহয় দায়িত্ব থেকে অব্যহতি চাই। না হলে ইচ্ছাকৃতভাবে কেউ এমন করে না। এই বাকি ৮ মাসের জন্যে হলেও সোহেল তাজ বা, এমন কোন বজ্রকঠিন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিন না হয় আমাদের পরম চাওয়ার যুদ্ধাপরাধীদের বিচারকাজ আর, রায়ের সম্পাদন বা বাস্তবায়ন আমরা দেখতে পাব না।
এই একটা কারণে হলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়য়ে পরিবর্তন দরকার!!
কেউ কি বলবেন ছবিটা কীভাবে
কেউ কি বলবেন ছবিটা কীভাবে দিব? অনেক বার চেষ্টা করেও ব্যর্থ হলাম… :মাথাঠুকি:
এটা
এটা দেখুন।
http://www.istishon.com/index.php?q=node/11
অসংখ্য
অসংখ্য :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
আমাদের দেশে কোন দল কবে
আমাদের দেশে কোন দল কবে নিজেদের জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় এসেছে? সবাই ক্ষমতায় এসেছে ক্ষমতাসীন দলের ব্যর্থতার সুযোগ নিয়ে। এই টার্মে আওয়ামী লীগের উপর অনেক ভরসা করে মানুষ ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এনেছিল। কিন্তু যেই লাউ, সেই কদু।
এইটা ভাল বলেছেন!! খুব আশা ছিল
এইটা ভাল বলেছেন!! খুব আশা ছিল রাজনীতির একটা গুনগত পরিবর্তন হবে এইবার। হইছে, কিছুটা তবে তা চোখে পড়ার মত না!! জানিনা,গত ২০ বছরের আওয়ামি ২ ও বিএনপি’র ২ এর মূল্যায়ন কীভাবে করবে এই বাঙ্গালী?
নির্বাচনি ভাষা ক্ষমতাশীল দলের
নির্বাচনি ভাষা ক্ষমতাশীল দলের ব্যর্থতা ও মন্দের ভালো
নির্বাচনি ভাষা ক্ষমতাশীল দলের
দারুন বলেছেন….
দারুন না, বাস্তব!!
দারুন হবে
দারুন না, বাস্তব!!
দারুন হবে যদি মানুষ মানুষের মত আচারন করে…
২০ বছরে ২ টা করে টেস্ট হল!! মানবতার জয়তো আর এল না!!
নীল নয় একটা লাল বিদ্রোহ চাই, এই বাংলাই…
কথা হলো ফেসবুকে স্বাধীনতা আর
কথা হলো ফেসবুকে স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ ভিত্তিক পেজগুলোতে লাইক পড়ে ২০০০০ (বিশ হাজার) এবং ছাগু পেজগুলো লাখের উপরে এবং তাও আবার কয়েকঘন্টার ব্যবধানে ২০০০০ ছাড়ায়।
একটা কথায় বলার আছেঃ “সত্যের
একটা কথায় বলার আছেঃ “সত্যের জয় অনিবার্য”!!
আর বাংলাদেশ এর রাজনৈতিক
আর বাংলাদেশ এর রাজনৈতিক অঙ্গনে কখনো ক্ষমতাসীন সরকার গণতান্ত্রিক উপায়ে দ্বিতীয় বার ক্ষমতায় আসে নি এ বিষয়টি মাথায় রাখতে হবে ভাই।
মাথায় আছে ভাই!! কিন্তু, মানতে
মাথায় আছে ভাই!! কিন্তু, মানতে ইচ্ছা করতেছে না!!ওই রাজাকারের সর্দারনী জামাতকে নিয়ে আবার দেশ শাসনে আসবে!! আবার, আওয়ামী লুটেরাদেরকেও ক্ষমতায় জনগন রাখবে না!!
তাহলে, উপায়? আরেকটা ১/১১, ২ বছর ICU? নাকি নতুনকোন প্রগতিশীল জোট?
২ বার করে টেস্ট নেয়া শেষ!! এইবার পরিবর্তনের পালা…
জীবণটাই একটা সংগ্রাম ! সুতরাং
জীবণটাই একটা সংগ্রাম ! সুতরাং সংগ্রাম তো হতেই হবে…