কয়দিন পর বন্যা হইলে মখা আলমগীর বলবে যে – ‘বিএনপির মানুষজন হরতালে রাস্তার পাশে ড্রেনে এতটাই বাথরুম করে যে , বন্যা হয়ে গেছে’ ।
ভূমিকম্প হইলে বলবে যে – ‘হরতাল সমর্থনকারীদের রাস্তায় দৌঁড়াদৌড়ির কারণে ভূমিকম্প হইছে’ ।
নাহ, মখা এক্কারে কিউট বাচ্চা একটা । গুল্লু গুল্লু বাচ্চা ।
^_^ বাবুরা রূপকথার গল্প পড়ে নিজের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাস করতেই পারে ^_^
মাইরালা আমারে মাইরালা
সম্মানিত যাত্রী,
এই ধরনের
সম্মানিত যাত্রী,
এই ধরনের ফেসবুকের স্ট্যাটাস আকারের পোস্টের ক্ষেত্রে ইস্টিশনের মডারেশন প্যানেল নিরুৎসাহিত করছে। ইস্টিশন হচ্ছে সকল যাত্রী ও পাঠকের ব্লগ। ব্লগের মান ও সৌন্দর্য্য রক্ষার স্বার্থেই ইস্টিশন কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আশাকরি আপনাদের এই অঙ্গন আপনারাই সুন্দর রাখবেন। মডারেশন প্যানেলের সিদ্ধান্ত মোতাবেক আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হল।