শুনেছি , তোমরা নাকি গণদাবি তুলেছিলে ।
তখন ওরা নাকি তোমাদের নষ্ট বলে ছিলো ।
কিন্তু একদিন নাকি মৃত্যুপুরী থেকে হাত বাড়িয়ে দেবার ডাক এসেছিলো ।
তখন ওরা নাকি হাত বাড়িয়ে দেবার চেষ্টা না করে , তোমাদের নষ্ট বলাতেই ব্যাস্ত ছিলো ।
শুনেছি , তখন তোমরা হাত বাড়িয়ে দেবার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলে ।
যখন লাশের মিছিলে লাশের সংখ্যা বেড়েই যাচ্ছিলো , তখন এদিকে নাকি আরেক দল আনন্দোল্লাসে মেতে উঠেছিল ।
তারা নাকি আনোন্দোল্লাস করে তাদের হাত বাড়িয়ে দিচ্ছিলো ।
তোমরাই তো হাত বাড়িয়ে দিয়ে ছিলে । যারা তোমাদের নষ্ট বলে ছিলো , তারা তো হাত বাড়িয়ে দেয় নি ।
তাহলে তারা তোমাদের নষ্ট বলতো কেন ?
শুনেছি , তোমরা নাকি গণদাবি তুলেছিলে ।
তখন ওরা নাকি তোমাদের নষ্ট বলে ছিলো ।
কিন্তু একদিন নাকি মৃত্যুপুরী থেকে হাত বাড়িয়ে দেবার ডাক এসেছিলো ।
তখন ওরা নাকি হাত বাড়িয়ে দেবার চেষ্টা না করে , তোমাদের নষ্ট বলাতেই ব্যাস্ত ছিলো ।
শুনেছি , তখন তোমরা হাত বাড়িয়ে দেবার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলে ।
যখন লাশের মিছিলে লাশের সংখ্যা বেড়েই যাচ্ছিলো , তখন এদিকে নাকি আরেক দল আনন্দোল্লাসে মেতে উঠেছিল ।
তারা নাকি আনোন্দোল্লাস করে তাদের হাত বাড়িয়ে দিচ্ছিলো ।
তোমরাই তো হাত বাড়িয়ে দিয়ে ছিলে । যারা তোমাদের নষ্ট বলে ছিলো , তারা তো হাত বাড়িয়ে দেয় নি ।
তাহলে তারা তোমাদের নষ্ট বলতো কেন ?
যারা আনন্দোল্লাসে ব্যাস্ত ছিলো , তারা কী তাদের মানবতা বিক্রি করে আনন্দোল্লাস করছিলো ?
আমি নির্বাক । ইতিহাসই কথা বলবে ।
ইতিহাসই কথা বলবে ।
ইতিহাসের
ইতিহাসের কথা বলার অপেক্ষায়ই আছি চাতক পাখির মতো।
আমরা নষ্ট!!
আসলে ওরাই
আমরা নষ্ট!!
আসলে ওরাই পথভ্রষ্ট!!!
আমরা নষ্ট বলেই আমাদের বিবেক
আমরা নষ্ট বলেই আমাদের বিবেক আছে।
আমি নির্বাক । ইতিহাসই কথা
শুরুটা অসাধারন ছিল । শেষ এর লাইন টাও সুন্দর হইছে।। কিন্তু মধ্যে আর একটু বিস্তারিত লিখলে ভাল হত ।
সারাজীবন এই নষ্ট ছেলেদের দলেই
সারাজীবন এই নষ্ট ছেলেদের দলেই থাকতে চাই