এইমাত্র খবর পেলাম।
শুনে রাগে বমি চলে আসছে।
অনেকে সাহায্য এর জন্য যেসব মেডিসিন ঢাকা থেকে নিয়ে ভীড় এর মাঝে কিভাবে দিবেন বুঝতে না পেরে স্থানীয় কিছু টিনএজারদের কাছে দিয়েছিলেন পৌছে দেবার জন্য। ছেলেদের এই দলটি অন্য দিক দিয়ে লুকিয়ে সামগ্রীগুলো তাদের বাসায় নিয়ে গেছে।
তাই যারা সাহায্য করছেন, পরিচিত স্থানীয়দের ছাড়া অন্য কারো হাতে সাহায্যসামগ্রী দেবেন না। সেলফিশ মানুষ সব যায়গায় থাকে।
দুর্ঘটনার স্থানে অনেকে ভীড় করে আছেন চুরি, পকেটমারি এর জন্য।
কেই সাহায্য করতে যাচ্ছেন কেউ খ্যাপ মারতে।
কেই ইস্যু বানাতে কেউ ক্যামেরায় চেহারা দেখাতে।
ঘিন্না হয়।
এইমাত্র খবর পেলাম।
শুনে রাগে বমি চলে আসছে।
অনেকে সাহায্য এর জন্য যেসব মেডিসিন ঢাকা থেকে নিয়ে ভীড় এর মাঝে কিভাবে দিবেন বুঝতে না পেরে স্থানীয় কিছু টিনএজারদের কাছে দিয়েছিলেন পৌছে দেবার জন্য। ছেলেদের এই দলটি অন্য দিক দিয়ে লুকিয়ে সামগ্রীগুলো তাদের বাসায় নিয়ে গেছে।
তাই যারা সাহায্য করছেন, পরিচিত স্থানীয়দের ছাড়া অন্য কারো হাতে সাহায্যসামগ্রী দেবেন না। সেলফিশ মানুষ সব যায়গায় থাকে।
দুর্ঘটনার স্থানে অনেকে ভীড় করে আছেন চুরি, পকেটমারি এর জন্য।
কেই সাহায্য করতে যাচ্ছেন কেউ খ্যাপ মারতে।
কেই ইস্যু বানাতে কেউ ক্যামেরায় চেহারা দেখাতে।
ঘিন্না হয়।
কিছু মানুষ বলছেন, মরসে ভাল হইসে। কেউ বলছেন ফকিরের বাচ্চা যত কমে তত ভাল। কেউ বলছেন ওরা মরলে আমার কি।
রক্ত চাইলে বলছে, না রক্ত দিলে আমি মরেই যাবো(!)। কেউ টিভিতে এসব দেখছেন তারপর পা এর উপর পা তুলে চ্যানেল বদলিয়ে হিন্দি গান দেখছে।
ইচ্ছা করে লাথ্থি মেরে এমন যায়গায় পাঠায় দেই যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না।
ইচ্ছা করে লাথ্থি মেরে এমন
।
নেটওয়ার্ক না পাইলে ড. ইউনুস মিয়ার কাছে যাবে… গ্রামীনের জন্য…
নেটওয়ার্ক যাতে না পায় সে জন্য
নেটওয়ার্ক যাতে না পায় সে জন্য পার্সোনালি দেখমু যাতে কৃত্রিম উপগ্রহ ভাইঙ্গা যায়।
কিছুটা ফেসবুক স্ট্যাটাসীয় হয়ে
কিছুটা ফেসবুক স্ট্যাটাসীয় হয়ে গেল!
নচেৎ স্পিরিট চমৎকার ছিল… একটু রয়েসয়ে বিস্তারিত আরও কিছু চিত্রকল্পের সাহায্যে লিখলএ আরও অনবদ্য হত লিখাটি!! রাগ আর ক্ষোভের বশে তাড়াহুড়ো করে দুর্বল দেয়ার অর্থ হয় না!! লিখতে থাকুন… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
এটা অনেক আগের পোস্ট আর কিছুটা
এটা অনেক আগের পোস্ট আর কিছুটা ক্ষোভের বসেই লিখেছিলাম।