ধরুন আপনাকে পাহাড় এর উপর উঠিয়ে বললাম লাফ দিন…
আপনি লাফ দিলেন। নিচে পরে আপনার মৃত্যু হল।
আবার আপনাকে একটা ভাঙ্গা দালানে তুলে দিলাম। দালান ভাঙল।আপনি চাপা পড়লেন। মারা গেলেন।
প্রশ্ন হল, প্রথমটা কি দুর্ঘটনা বলা যায়?
যদি ওটা দুর্ঘটনা না হয় তবে আপনি কোন যুক্তিতে দ্বিতীয়টা দুর্ঘটনা বলেন?
এই ৩০০+ মানুষকে হত্যা করা হল। মালিকসহ দোষীদের বিচার চাই।