সবখানেই শুরু হয়ে গেছে লাশ নিয়ে রাজনীতি ।একালের রাজনীতিবিদেরা আর কিছু পারুক না পারুক এটা খুব পারে। প্রধানমন্ত্রী ঠিক ই বলেছেন বড়বড় কথা না বলে পারলে ওইখানে গিয়ে একজনকে হলেও বাচান। রাজনীতিবিদ আর সুশীলরা টকশো তে বসে নানান জায়গার চুল চুলকিয়ে একে অপরকে দোষ দিয়ে যাচ্ছেন অনবরত। আর ওইদিকে অক্সিজেন,খাবার,পানি এর জন্যে হাহাকার চলছে ধ্বংসস্তুপ এর নিচে চাপা পড়া মানুষের মাঝে। এর মাঝে ওইখানে নতুন নবজাতকের জন্ম হয়ে মারা ও গেলো। কি উত্তর দিবো আমরা ওই শিশুটির কাছে ?? কোন মুখে আপনারা এদের নামাজের জানাজায় দাড়াবেন ?? ধ্বংসস্তুপ থেকে বের হওয়া প্রতিটা লাশের অনাবৃত পা তোমাদের লাথি দেখাচ্ছে হে মানবতা। থেতলে যাওয়া প্রতিটা পা তোমাদের মুখে লাথি মারছে উচু দালানে ঘুমন্ত সুশীলেরা। সুশীলেরা বরং সুন্দর মগ এ দেওয়া কফি খেতে খেতে সারারাত টকশো চালিয়ে যাও আর অক্সিজেন বা পানির অভাবে মারা যাক আরেকটি বোন, আরেকটি মা, আরেকটি ভাই। জীবন তো কুত্তার হে চুতিয়ারা। মানুষের জীবন তো শ্রমিকেরা পায়নাই। জন্মেছে গরিবের ঘরে । শালার রাষ্ট্র,শালার সমাজ,থু শালার সুশীল। এরই মাঝে খবর বারবার কেপে উঠছে বাকি অংশ রানা প্লাজার। উদ্ধারের আগেই বাকিটা পড়ে গেলে নিচে জীবিত মানুষের সাথে মারা পড়বে জীবনের ঝুকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা। সবাই এগিয়ে আসুন আর কারও জন্যে অপেক্ষা করবেন না। নিজে এগিয়ে যান আপনার সাথে অনেককেই পাবেন। এখানে দরকার হেভি কাটার থেকে শুরু করে খাবার পর্যন্ত সব। হাসপাতালে দরকার নানান দামি ওষুধ। কাটিং প্লাস, সাদা কাফনের কাপড়, বড় হাতুড়ি, পুশিং স্যালাইন, Inj. Seftriaxon, Inj. Ketorolac, Inj. Omeprazole, Inj. TT, Inj. TIG, IV Saline, IV Hartman Solution, Thread Silk, অক্সিজেন স্প্রে(২০০ টাকা, লাজ ফার্মায় পাওয়া যায়), এয়ার ফ্রেশনার, সানগ্লাস, proline – 2/0; 3/0; 1/0, vicryl – 2/0; 3/0; no.1, Drugs (all injectable):, Rolac (ketrolac), PPI (antiulcerant), Ceftriaxone ইত্যাদি নানান ধরনের জিনিসের প্রয়োজন এখানে। নিজে না পারেন অন্যকে জানান বা যেভাবেই হউক বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত।
রাজনীতিবিদ থেকে সুশীল, সব
রাজনীতিবিদ থেকে সুশীল, সব শালারা চুতিয়া… গরীবের জন্য কেউ নাই সাধারণ মানুষ ছাড়া।
নাই রে ভাই কেউ ই নাই…
নাই রে ভাই কেউ ই নাই…
(No subject)
:salute: :salute: :salute:
(No subject)
🙁