আজ আমি সাভারে লাশের গন্ধ পাই
আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি
শ্রমিকের কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে যাবে এই দুঃস্বপ্নের কাল, এই রক্তাক্ত সময় ?
সাভারে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধে ছিলো ।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার ,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় ।
এ যেন নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা– একি তবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা আজ খামছে ধরেছে এবার রানা শকুন ।
সাভারে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংশের তুফান ।
মাটিতে রক্তের দাগ–
হাসপাতালে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় ।
এ চোখে ঘুম আসেনা । সারারাত আমার ঘুম আসে না-
তন্দ্রার ভেতর আমি শুনি শ্রমিকের করুণ চিৎকার,
মাটিতে পোকার মতো ঠাই নেয়া মানুষের পঁচা লাশ
পা বিহীন বালিকার থেতলে যাওয়া বীভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে- আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – মাটিতে আছে যারা, দালানে আছে যারা
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা ।
স্বাধীনতা, সে- আমার স্বজন- হারিয়ে পাওয়া একমাত্র স্বজন-
স্বাধীনতা- আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল ।
রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর “বাতাসে লাশের গন্ধ” অবলম্বনে।
ভাই একটু কমন সেন্স খাটালে ভাল
ভাই একটু কমন সেন্স খাটালে ভাল হয়। পর পর দুটো কবিতা একই বিষয়ের উপর এই মহুর্তে পোস্ট না দিলেই কি নয়? দুইটা পোস্টের সুবিধা নিতে গিয়ে অন্য ভাল গোস্টগুলো নীচে নেমে যায়। সুযোগের অপব্যবহারের কারণে এক সময় হয়ত ইস্টিশন কর্তৃপক্ষ থেকেই প্রথম পাতায় একজনের দুইটা পোস্ট দেওয়ার সুযোগ বন্ধ করে দেবে। তখন কিন্তু আমাদেরকেই সাফার করতে হবে।
সহমত। আপনি আজকে বহুত
সহমত। আপনি আজকে বহুত জালাইছেন। দুপুরেও পর পর অনেকগুলা পোস্ট দিছেন। মানুষ বছরে একটা বিয়ায়, তাই মানুষের বাচ্চার দাম আছে… বাকিটা বুইঝা লন। :ভেংচি:
(No subject)
😀
ভাইয়ের কোবতে
😀 😀 😀 😀
ভাইয়ের কোবতে হেব্বি…………
ঠিকই কইছেন বাহে।
ঠিকই কইছেন বাহে। :ভেংচি: :ভেংচি: