প্রথমত,আমি শোকাহত তাদের জন্য যারা সাভারের ভবন ধ্বসে নিহত হয়েছে।মহান সৃষ্টিকর্তা যেন তাদের কে বেহেশত দান করুন।আর আহত যারা তারা যেন সুস্থ হয়ে উঠেন তাড়াতাড়ি।
প্রথমত,আমি শোকাহত তাদের জন্য যারা সাভারের ভবন ধ্বসে নিহত হয়েছে।মহান সৃষ্টিকর্তা যেন তাদের কে বেহেশত দান করুন।আর আহত যারা তারা যেন সুস্থ হয়ে উঠেন তাড়াতাড়ি।
দ্বিতীয়ত,একরাশ ঘৃণা ভবন মালিক আর সরকারের উপর।মানুষের দাম যাদের কাছে নাই শুধু নিজাদের স্বার্থের জন্য ব্যবহার করে।আজকে এত মানুষ মারা গেলো শুধু কয়েকজনের পকেটের কিছু টাকা বাচানির জন্য।সরকার বা মালিক পক্ষ কি ভড়তে পারবে এই ক্ষতিপুরন?একদিন শোক দিবস দেয়া হইলো কে হবে শোক দিয়ে।তদন্ত কমিটি বানানি হয় কিন্তু রিপোর্ট নাই।কিছু ক্ষতিপূরণ আর পাশে থাকার আশ্বাস দিয়ে শেষ আর কোন দেখা নাই।বিভিন্ন টিভি তে কয়েকদিন টক শো তাও শেষ।আবার কয়েকদিন পর আরেকটি দুর্ঘটনা ঘটবে আবার শোক দিবস।ঘুরে ফিরে একি জিনিস হাজার শত মানুষের প্রান নিমিশেই শেষ কিন্তু কারো টনক নরে না।শুধু নিজের পকেটে টাকা ভরার তালে সবাই আর নিরিহ মানুষ যারা পেটের দায়ে কাজ করে তারা হয় বলিদান।
নিজের লেখার ও কিছু নাই আর লেইখে কি হবে আজকে লেখব কালকে আবার মানুষ ভবন আর আগুনে মরবে কিন্তু আমার লেখা কারো চোখে পড়বে না সবাই টাকার পিছনে ছুটবে।কিন্তু,সেই সব পরিবারের কথা যখন ভাবি আমার মন কাঁদে।যারা তাদের প্রিয়জন কে হারায় চিরতরে।
:::মন আমার শোকাহত:::
এখন ক্ষুব্ধ হওয়ার সময়, শোকাহত
এখন ক্ষুব্ধ হওয়ার সময়, শোকাহত হওয়ার নয়।
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
:ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: :ক্ষেপছি: