সমবেদনা !
শোক প্রকাশ !
না কোনটাই জানাবোনা।
কাকে জানাবো, কিসের জন্য জানাবো ?
আমিও তো তাদের মত একজন ।
আজ তারা মরেছে আরেকদিন আমি মরব।
সমবেদনা !
শোক প্রকাশ !
না কোনটাই জানাবোনা।
কাকে জানাবো, কিসের জন্য জানাবো ?
আমিও তো তাদের মত একজন ।
আজ তারা মরেছে আরেকদিন আমি মরব।
কিচ্ছু যায় আসেনা এই দেশের আমরা মরলে,
আমরা তো মানুষ না , শ্রমিক, গার্মেন্টস শ্রমিক।
আমাদের মৃত্যুতে কিচ্ছু আসে যায়না হাসিনা -খালেদার।
আপনাদের প্রতি অনুরোধ ,
প্লিজ সমবেদনা জানানোর ভণ্ডামি করবেননা।
এই ভন্ডামি আর সহ্য হয়্না।
আমরা মরার জন্য , মার খাওয়ার জন্য এই দেশে জন্ম নিয়েছি।
এতে কারো সমবেদনা আমাদের দরকার হয়না।
আমরা অপঘাতে মরব, এটাই আমাদের নিয়তি।
দয়া করে আপনারা যারা রাজনিতি করেন আমাদের জন্য মায়াকান্না করবেননা।
আপনাদের চোখের জল আমাদের মনোকষ্ট আরো বাড়িয়ে দেয়।
এই দুখিনী দেশ আমার । ভালবাসি এই দুখিনী মাকে।
এই দুখিনী দেশে আমরা নিজের ভাগ্য নিজেরা গড়ে নিবো।
আপনাদের মায়া কান্না , সহানুভিতির কোন দরকার নেই।
আপনাদের ভন্ডামি আমাদের শুধু কষ্টই দেয়।
ভালো লিখেছেন।
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: ভালো লিখেছেন।