১)
তুমি কে হে আমাকে নাস্তিক বলার ?
তুমি কে হে ফতোয়া দেওয়ার ?
ধর্মের তুমি কিইবা জানো , কিইবা বুঝো ?
আমাকে বল নাস্তিক ?
আয়নার সামনে দাড়াও , নিজের দিকে তাকাও
নিজেকে প্রশ্ন করো
বাংলার জনগণকে নাস্তিক বলার অধিকার তুমি রাখ নাকি ?
বাংলার মানুষ ধর্মপ্রাণ ,
দেশপ্রেমে বাংলার মানুষ জীবন দিতে জানে
তুমি কোথাকার কে হে খালেদা ?
১)
তুমি কে হে আমাকে নাস্তিক বলার ?
তুমি কে হে ফতোয়া দেওয়ার ?
ধর্মের তুমি কিইবা জানো , কিইবা বুঝো ?
আমাকে বল নাস্তিক ?
আয়নার সামনে দাড়াও , নিজের দিকে তাকাও
নিজেকে প্রশ্ন করো
বাংলার জনগণকে নাস্তিক বলার অধিকার তুমি রাখ নাকি ?
বাংলার মানুষ ধর্মপ্রাণ ,
দেশপ্রেমে বাংলার মানুষ জীবন দিতে জানে
তুমি কোথাকার কে হে খালেদা ?
বাঙ্গালিকে নাস্তিক বলার ।
নিজেকে শোধরাও
আমাকে নিয়ে পরে ভাবলেও চলবে ।
আমাকে নাস্তিক বলার কোন অধিকার
আমি তোমাকে দিয়নি ।
নিজের জিহবাকে সংযত কর
না পারলে চুপ থাকো
হে জামাত-হেফাজতি-খালেদা
২)
খালেদা -জামাত-হেফাজতিরা আরো যাহা বলিবেন-
১) যারা জয় বাংলা বলে তারা নাস্তিক ।
২) যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা নাস্তিক ।
৩) যারা জাতীয় সঙ্গীত গায় তারা নাস্তিক।
৪) যারা শহিদ মিনারে ফুল দেয় তারা নাস্তিক ।
৫) যারা তারেক কে দুর্নীতিবাজ বলে তারা নাস্তিক ।
৬) যারা ধানের শীষে ভোট দিবেনা তারা নাস্তিক ।
অতঃপর একদিন তারা দেখবেন বাংলার সকল মানুষ নাস্তিক হয়ে গেছেন এবং একমাত্র আস্তিক হিসেবে তাআর অবশিষ্ট আছেন ।
জয় বাংলা ।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
যথার্থই বলেছেন ।
যথার্থই বলেছেন ।
জয় বাংলা ।
জয় বাংলা ।
জয় বাংলা…….. জয়
জয় বাংলা…….. জয় বঙ্গবন্ধু…