১৯২০-২১ সালের দিকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে বাংলাদেশের বহুসংখ্যক জমিদারের মনোভাব ছিল এরূপ,
১. চাষীর ছেলের রোদ-বাতাস সহ্য করার ক্ষমতা চলে যাবে
২. ঐ ছেলে পিতার কাজকে অর্থাত্ চাষীকে ঘৃনা করতে শিখবে
৩. চাকর বাকর নষ্ট হয়ে যাবে
৪. চোখ খুলে যাবে, দারিদ্র্য বেশি করে উপলব্ধি করবে এবং দূরীকরণের জন্য সংগ্রাম শুরু করবে
৫. চাষী যদি পড়তে ও ভাবতে আরম্ভ করে তাহলে নীতিহীন প্রচারকের পাল্লায় পড়বে।
আফসোস! প্রাথমিক শিক্ষা সম্পর্কে২০১৩ সালের জমিদারদেরও একই মনোভাব!