পৃথিবীতে আরেকজন আস্তিক ব্লগার বাড়ল।হ্যা,আমি এই ব্লগ জগতে নতুন টিকিটধারী এবং আমি একজন বিশ্বাসী।হেফাজতিদের অপপ্রচার,ঘৃনার বিষবাষ্প পাশ কাটিয়ে যুক্ত হলাম এই সিমানাবিহীন অন্তর্জালিক জগতে।
আসলে আমাদের মত দেশে যেখানে প্রায় সবধরনের প্রচারমাধ্যম ধনী শ্রেনির দখলে,যেখানে বাস্তব জীবনে বাকস্বাধীনতা পদে পদে বাধাগ্রস্থ,মানুষে মানুষে দিলখোলা যুক্তিপুর্ন আলোচনার সুযোগ নেই,পরমত বা ভিন্নমতের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা দেখানোর সংস্কৃতি নেই,যে দেশে রাজনৈতিক ছাপ বা পৃষ্ঠপোষকতা না থাকলে এমনকি একটা সামাজিক আন্দোলন ও গড়ে তোলা যায় না সেদেশে ব্লগ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো এখনকার তুলনায় আরো বেশি জনপ্রিয় ও জনসমর্থিত হবার কথা ছিল।কারন এর মাধ্যমে একজন মানুষ প্রায় কোনো বাধা ছাড়াই তার মনের ভাবনা,মতামত,চিন্তা-চেতনা,আদর্শ,গবেষনা অ তথ্যনির্ভর জ্ঞান একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠির সামনে তুলে ধরতে পারে।
হ্যা,আপনি বা আমি ব্যাপারটা নিয়ে না ভাবলেও শত্রুপক্ষ কিন্তু ঠিকই ভাবছে।আর সেজন্যেই ব্লগ ও ব্লগারদের উপর তাদের এত রাগ,এত ক্ষোভ,এত ঘৃনা।ব্লগ ও ব্লগারদের নামে এই সুপরিকল্পিত,পৌনপুনিক অপপ্রচার তারা চালাচ্ছে দেশজুড়ে।ওরা চাইছে বাংলার তরুন-যুবকেরা ব্লগ থেকে দুরে থাকুক,নইলে যে তাদের এত বছরে ধর্মব্যাবসার সাজান বাগান তছনছ হয়ে যাবে।
একটা কথা পরিষ্কার,ওরা যদি সত্যি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বা আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর অবমাননা বন্ধ করতে চাইতো তাহলে দল বেধে এসে ব্লগে নাম লিখিয়ে ইসলাম বিরোধী পোষ্ট গুলোর সমুচিত জবাব দিত।আন্দোলন-হরতাল করে মানুষ খুন,সম্পদ ধ্বংস করত না।সব ব্লগার দের নাস্তিক উপাধি দিতো না।তাদের ফাঁসির দাবী করত না।
যাই হোক অনেক লিখে ফেললাম।প্রথম দিনেই এত সহ্য হবে না।তাছাড়া নাস্তিক সিল খাওয়ার ভয় আছে।অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল ব্লগ দিয়ে ফ্রি ইন্টারনেট চালানর এখন দেখা যাক কতদুর কি হয়।
দোয়া রাখবেন।
ইস্টিশনে স্বাগতম।
নিজেকে
ইস্টিশনে স্বাগতম। :ফুল:
নিজেকে আস্তিক বা নাস্তিক প্রমানের এই যে একটা কালচার তৈরি হয়েছে সেটাকে আমি ঘৃনা করি।
ধন্যবাদ।আমি কি কিছু প্রমান
ধন্যবাদ।আমি কি কিছু প্রমান করতে চেয়েছি?
আস্তিক ব্লগার
আস্তিক ব্লগার :ভাবতেছি:
ওহ ওইটা একটা খোঁচা ছিল,কিছু
ওহ ওইটা একটা খোঁচা ছিল,কিছু প্রমান করা চেষ্টা না।আপনি হয়ত পোষ্ট পুরোটা পড়েন নি তাই বুঝতে পারেন নি।
পোস্ট পুরোটাই পড়েছি। খোঁচা
পোস্ট পুরোটাই পড়েছি। খোঁচা দিয়েছেন সেটাও বুঝেছি। কিন্তু এই ইস্যুটা কেন জানি ভাল্লাগছে না। বিরক্ত লাগে। নাথিং সিরিয়াস। :ফুল:
নাস্তিক ট্যাগ এতো সোজা আপনি
নাস্তিক ট্যাগ এতো সোজা আপনি লিখলেন আর আমি দিয়ে দিলাম
ইদানিং ওইটা পাওয়া যাচ্ছে
ইদানিং ওইটা পাওয়া যাচ্ছে বিনামুল্যে,এমনকি কিছু না লিখলেও।
খুচাখুচি বন্ধ
খুচাখুচি বন্ধ
আমিও একজন ব্লগার … মুরগি আর
আমিও একজন ব্লগার … মুরগি আর তেলাপোকাও পাখি — ইস্টিশনে স্বাগতম | এইখানে আস্তিক নাস্তিক ক্যাচাল নাই …. কেউ ক্যাচাল জুড়লে ধাওআয়া কামড় দিমু … গরমে কইলাম চান্দি হট হয়া আছে :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :ফুল:
ভয় পাইলাম।ধন্যবাদ।
ভয় পাইলাম।ধন্যবাদ।
যাত্রা শুভ হোক।
যাত্রা শুভ হোক।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ইস্টিশনে সবার একটাই পরিচয়-
ইস্টিশনে সবার একটাই পরিচয়- সবাই আমরা অভীযাত্রি।
হুম আমরা অভীযাত্রি
হুম আমরা অভীযাত্রি
ইস্টিশনে আমরা সবাই সহযাত্রী !
ইস্টিশনে আমরা সবাই সহযাত্রী ! অপেক্ষায় আছি কবে সকলে মিলে ট্রেনের ছাদে চইড়া ছাইয়া….. ছাইয়া….. গাইতে গাইতে পুরা দেশ ঘুরে বেড়াবো। যে দেশে থাকবে না মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার ! শুধুই থাকবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ….