আমাদের দেশ নাকি ২০৫০ সালের মধ্যে পশ্চিমা দেশ গুলানরে ছারায় যাবে?
আমাদের দেশ নাকি উন্নয়নশীল দেশ?
আমাদের দেশ শান্তিতে ১১ তম?
মাঝে মাঝে এই সব কথা শুনলে ভালো লাগে আবার মাঝে মাঝে হাসি পায়।কেন? কারন আমাদের দেশটা যতই উন্নতির দিকে যাক না কেন এই নোংরা রাজনীতি দেশ টারে পিছাইয় আনে বার বার।দেশের এক রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর দিন থেকে শুরু হয় আরেক দলের হরতাল,ভাঙচুর আর জালাও-পুরাও “সরকার মানি না” তা এত বর সংসদ কেন বানানি হইলো খালি ট্যুরিস্ট স্পট বানায় রাখার জন্য?না বছরের ৩৬৫ দিনের মধ্যে ২৯৫ দিন হরতাল।আর একটা হরতালে ক্ষতি কে পরিমান হয় তা তো আর সবার জানা।
আমাদের দেশ নাকি ২০৫০ সালের মধ্যে পশ্চিমা দেশ গুলানরে ছারায় যাবে?
আমাদের দেশ নাকি উন্নয়নশীল দেশ?
আমাদের দেশ শান্তিতে ১১ তম?
মাঝে মাঝে এই সব কথা শুনলে ভালো লাগে আবার মাঝে মাঝে হাসি পায়।কেন? কারন আমাদের দেশটা যতই উন্নতির দিকে যাক না কেন এই নোংরা রাজনীতি দেশ টারে পিছাইয় আনে বার বার।দেশের এক রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর দিন থেকে শুরু হয় আরেক দলের হরতাল,ভাঙচুর আর জালাও-পুরাও “সরকার মানি না” তা এত বর সংসদ কেন বানানি হইলো খালি ট্যুরিস্ট স্পট বানায় রাখার জন্য?না বছরের ৩৬৫ দিনের মধ্যে ২৯৫ দিন হরতাল।আর একটা হরতালে ক্ষতি কে পরিমান হয় তা তো আর সবার জানা।
অপরদিকে,সরকার শপথ নেয়ার পরও খারাপ লুট-পাট চালায় না সব জায়গায় কিছু না কিছু তো ইনকাম সরকার আর তার দল চালায়।মানুষের মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র ও বাসস্থান তিনটা জিনিসের দাম আগে এভারেস্টের ইয়পর উঠে।বাঁচার থেকে উঠে রীতিমত অগ্নীয়গিরির আগুন।জীবন চালানি হয় দায়।
অবশ্য আজকাল এইসব অনেক পুরান নিউজ হয়া গেসে।তার উপর আবার যতি সরকার নিয়া কিছু লিখ তাইলে তো খবরি আছে।
এটা নিচচই অ্যামিনেস্টি ভাইগোঁ
এটা নিচচই অ্যামিনেস্টি ভাইগোঁ ফালাফালী।বুজি নাহ।দেশ আমগো ফালাফালী তারা করে ক্যান?????? :কানতেছি: :কানতেছি: :কানতেছি: