স্নিগ্ধ ভোরে ঘুম থেকে উঠে আচ্ছন্ন হয়ে পড়ি
একটু একটু করে শিশির কুয়াশা জড়াবে
আমি শিরশিরে অনুভুতিতে লীন হব
আহ ! কি অদ্ভুত মাদকতাময় ভোর !
স্নিগ্ধ ভোরে ঘুম থেকে উঠে আচ্ছন্ন হয়ে পড়ি
একটু একটু করে শিশির কুয়াশা জড়াবে
আমি শিরশিরে অনুভুতিতে লীন হব
আহ ! কি অদ্ভুত মাদকতাময় ভোর !
রাত তার সব অন্ধকার শুষে নিয়ে
ফিরিয়ে দেয় এই অনুভুতি
পাখিরা সবে জাগতে শুরু করে
মিহি স্বরে গান গেয়ে যায় !
সূর্য তখনো বুঝি আলস্যে থাকেন
তাই হিম হিম করা বাতাসে
উঠে বিরক্ত হতে চান না
আলো ছড়াতে তিনি নিজেও দগ্ধ হন !
মিষ্টি মিষ্টি শিউলি ফুলের গন্ধ পেয়ে
মন চঞ্চল হয়ে ওঠে
ইচ্ছে করে ফুলগুলো কুড়িয়ে নেই
কুড়িয়ে নেই হারানো শৈশব !
মূলার্থ কি বুঝাতে চাইলেন?
মূলার্থ কি বুঝাতে চাইলেন? যেহেতু আমি কবিতা কম বুঝি তাই সরাসরিই জিগাইলাম।
কবিতা তো বোঝানোর বিষয় না !
কবিতা তো বোঝানোর বিষয় না ! অনুভবের বিষয় ! আমার কবিতার বিষয় ভোর !
কবিতা তো বোঝানোর বিষয় না !
হুমায়ূন আযাদের এমন একটা কথা আছে :থাম্বসআপ:
শুদ্ধ বানানের যাচ্ছে তাই
শুদ্ধ বানানের যাচ্ছে তাই অবস্থা দেখছি, দয়া করে একটু নজর দিলে কবিতার ভাব-মাধুর্য আরো ভালো করেই ফুটে উঠবে।
ধন্যবাদ ! কি কি বানান ভুল
ধন্যবাদ ! কি কি বানান ভুল জানালে উপকৃত হব ! :কনফিউজড:
হুমমমমমমম
হুমমমমমমম
ধন্যবাদ
ধন্যবাদ
কবিতা আমার প্রিয়।
ভাল লাগলো
কবিতা আমার প্রিয়।
ভাল লাগলো কবিতাটি।
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
গরম কালে শীতের কবিতা?????ভালো
গরম কালে শীতের কবিতা?????ভালো লাগসে……
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
খুবই ভালো লাগলো কবি
খুবই ভালো লাগলো কবি ।
…………….
মিষ্টি মিষ্টি শিউলি ফুলের গন্ধ পেয়ে
মন চঞ্চল হয়ে ওঠে
ইচ্ছে করে ফুলগুলো কুড়িয়ে নেই
কুড়িয়ে নেই হারানো শৈশব !
……………………
ধন্যবাদ
ধন্যবাদ
আলো ছড়াতে তিনি নিজেও দগ্ধ হন
ভালো
ভালো