এইসব ভুগিচুগি জানা আছে …
ডিমের চোটে মুখে কিছু রুচে না
নাম দিসে অনশন
তবু ভাবি এত ডিম দেয়ার পরেও শিয়রের পাশে কোরআন রাখিয়া বঙ্গ ছুছুন্দর যেই ভ্রস্টাচার করিতেছে ,উহাকে আর ঘোড়ার বা ডায়নোসরের ডিম দিয়াই বা কি লাভ?সব হজম করিয়া লয় । শয়তানের ডিম যে প্রত্যহ লয় , কুন ডিমেই তাহার আর কাম হইবেনা ।
তবে কিসের অনশন ? এত ডিম গেল কই ? পাব্লিকরে কার্টুন ভাবছ ? ডিম পেটে গেছে কিনা সেইটাই বড় কথা । কুন পথে গেল ,উপর দিয়া তলা দিয়া তাহা ধর্তব্য নহে ।
সুতরাং, বঙ্গ ছুছুন্দরের পেট ভর্তি ডিম = সে অনশনে নাই (প্রমানিত)
:শয়তান: :শয়তান: :শয়তান:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :শয়তান: :শয়তান:
(No subject)
:কেউরেকইসনা:
অনশনের নাম কইরা মেডিকেলের
অনশনের নাম কইরা মেডিকেলের বেডে শুইয়া লুকায়া লুকায়া স্যুপ-কলা খাওনের ধান্দা :হাসি: :হাসি:
আর কোরআন শরীফ রাখছে তো পাব্লিক’রে ভুকচুক বানানির লাইজ্ঞা, বঙ্গ ছছুন্দর আসলেই একটা :শয়তান:
(No subject)
:পার্টি:
ভণ্ডামির সকল সীমা এই লোক
ভণ্ডামির সকল সীমা এই লোক অতিক্রম করে গেছে।
(No subject)
:চশমুদ্দিন: