গত বছরের ঘটনা। সেমিস্টার ব্রেকে গ্রামে আসছি। একদিন বিকালবেলা গ্রামের ভিতর দিয়া এক ফ্রেন্ডসহ হাঁটতেছি। তো এক ক্ষেতে (মাঠ) দেখলাম আখ কাটতেছে। ফ্রেন্ডকে বললাম যে- চল আখ খাই। (গ্রামে আখ কিনতে পাওয়া যায় না। চাইলেই ক্ষেতের মালিকেরা ২/১ টা দিয়ে দেয়। সেই বিশ্বাসেই রাস্তা থেকে ক্ষেতে নামতেছিলাম আখ আনার জন্য। ক্ষেতে নামার আগেই মালিক বলল- “আইসো না, আখ দেওয়া যাইবো না।” মেজাজ তো পুরাই গরম হয়ে গেল :ক্ষেপছি: :ক্ষেপছি: কিন্তু তখন কিছুই বললাম না। সোজা মাঠে চলে আসলাম।
গত বছরের ঘটনা। সেমিস্টার ব্রেকে গ্রামে আসছি। একদিন বিকালবেলা গ্রামের ভিতর দিয়া এক ফ্রেন্ডসহ হাঁটতেছি। তো এক ক্ষেতে (মাঠ) দেখলাম আখ কাটতেছে। ফ্রেন্ডকে বললাম যে- চল আখ খাই। (গ্রামে আখ কিনতে পাওয়া যায় না। চাইলেই ক্ষেতের মালিকেরা ২/১ টা দিয়ে দেয়। সেই বিশ্বাসেই রাস্তা থেকে ক্ষেতে নামতেছিলাম আখ আনার জন্য। ক্ষেতে নামার আগেই মালিক বলল- “আইসো না, আখ দেওয়া যাইবো না।” মেজাজ তো পুরাই গরম হয়ে গেল :ক্ষেপছি: :ক্ষেপছি: কিন্তু তখন কিছুই বললাম না। সোজা মাঠে চলে আসলাম।
পরে অন্যান্য ফ্রেন্ডদেরকে বললাম যে আজ রাতে কাজ আছে। সন্ধ্যা মিলাবার পর আমরা ১৪/১৫ জন ২ গ্রুপে ভাগ হয়ে দুই দিক থেকে ঐ ক্ষেতে হামলা করি। ক্ষেতের মালিক শুধু দূর থেকে দেখছে আর চিল্লাইছে, কিন্তু কাছে আসার সাহস পায় নাই (আমাদের কাছে ৪ টা দা ছিলো!)। আমরা ১২/১৩ থোবা আখ কাটছিলাম। প্রতি থোবায় প্রায় ১০-১৫ টা আখ থাকে। বেটা তখন যদি একটা আখ দিয়া দিতো তাহলে তো আর এত লসটা খাইতো না :আমারকুনোদোষনাই: :ভেংচি:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:ধইন্যাপাতা: :কেউরেকইসনা:
ইস্টিশনবিধি-৫ লঙ্ঘন করে প্রথম
ইস্টিশনবিধি-৫ লঙ্ঘন করে প্রথম পাতায় আপনি ৪টি পোস্ট দিয়েছেন। আপনাকে সতর্ক করা হচ্ছে এবং বিধি মেনে ব্লগিং করার অনুরোধ জানানো হচ্ছে। প্রথম পাতায় দুটি পোস্ট রেখে বাকীগুলো সরিয়ে দেওয়া হলো।
দুঃখিত, আমার বিধি জানাছিলো না
দুঃখিত, আমার বিধি জানাছিলো না :মনখারাপ: