এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্ট ফোনের ব্যবহার এখন ব্যাপকহারে বেড়েছে। ব্যবহারকারীকে বিভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে এই স্মার্ট ফোনগুলো এখন তরুন প্রজন্মের হাতে হাতে। বিশেষ করে কিছু ফোন কোম্পানি স্বল্প দামে বাজারে এন্ড্রয়েড মোবাইল ফোন সেট ছাড়ার পর থেকেই এর ব্যবহার আমাদের দেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুরুতে মোবাইল ফোনের জন্য হলেও এখন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে নেটবুক, ট্যাবলেট ও গুগল টিভি।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্ট ফোনের ব্যবহার এখন ব্যাপকহারে বেড়েছে। ব্যবহারকারীকে বিভিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে এই স্মার্ট ফোনগুলো এখন তরুন প্রজন্মের হাতে হাতে। বিশেষ করে কিছু ফোন কোম্পানি স্বল্প দামে বাজারে এন্ড্রয়েড মোবাইল ফোন সেট ছাড়ার পর থেকেই এর ব্যবহার আমাদের দেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুরুতে মোবাইল ফোনের জন্য হলেও এখন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে নেটবুক, ট্যাবলেট ও গুগল টিভি।
ইস্টিশন তার যাত্রী ও অতিথিদের সুবিধার কথা চিন্তা করে যুক্ত করেছে ইস্টিশনব্লগের এন্ড্রয়েড ভার্সন। যার মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ফোন থেকে খুব সহজেই ইস্টিশনে প্রবেশ করতে পারবেন। আপনার স্মার্ট ফোনে ঠিক যেভাবে ফেসবুক বা অন্যান্য এপ্লিকেশনের আইকন থাকে, ইস্টিশনের এই এপ্লিকেশনটি ইন্সটল করে নিলে আপনি ঠিক সেরকম একটি আইকন ইস্টিশনের জন্যও পাবেন ঠিক নীচের ছবির মতো-
এপ্লিকেশনটি ইস্টিশনের লেফট সাইডবারে নোটিশ বোর্ডে পাবেন।
এছাড়াও আপনার পিসি থেকে খুব সহজেই ইস্টিশনে প্রবেশসহ নানান সুবিধা পেতে ইস্টিশনের টুলবারটি এড করে নিতে পারেন। টুলবারটিও নোটিশ বোর্ডে পাবেন। শুধু সামান্য সময় দিয়ে সেটা ইন্সটল করে নিতে হবে।
যাত্রী এবং অতিথিদের আনন্দময় ব্লগিং এর অভিজ্ঞতা দিতে ইস্টিশন টেকি টীম সদা সচেষ্ট। আমরা প্রাণে প্রাণ মেলাবই…
চমৎকার। কারিগররে একটা যাদু কা
চমৎকার। কারিগররে একটা যাদু কা ঝাপ্পি :বুখেআয়বাবুল:
গতকাল শিকল টাইন্না আবেদন
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
গতকাল শিকল টাইন্না আবেদন করলাম আর আইজকাই সারপ্রাইজ পাইয়া গেলাম !!!
:bow: :ভালুবাশি: :ভালুবাশি:
বাহ মচেৎকার
বাহ মচেৎকার :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
শিগ্রই ইস্টিশনের এন্ড্রয়েড
শিগ্রই ইস্টিশনের এন্ড্রয়েড এপ্লিকেশনের পরবর্তি ভার্সন রিলিজ দেওয়া হবে নতুন নানান ধরনের ফিচার নিয়ে। আপনাদের সকলের পরামর্শ/দাবি-দাওয়া/আবদার জানাতে ভুল করবেন না :ফুল:
আমার জন্য তাইলে আলাদা কইরা
আমার জন্য তাইলে আলাদা কইরা একটা খাতা খুলেন
আমার আবদার আনলিমিটেড 😀
কারিগর সাব আমার হ্যান্ডসেট
কারিগর সাব আমার হ্যান্ডসেট হইলো স্যামসাং জিটিএস ৫৩০০, এখানে অপেরা দিয়া হান্দাইলে বাংলা লেখা যায় না, এই এপসে কি দেখা যাইবে?
আমার হ্যান্ডসেট দিয়া বাংলা কিভাবে লিখুম একটু শিখায়া দিবেন?
অবশেষে মোবাইল নেট
অবশেষে মোবাইল নেট ব্যবহারকারীদের জন্য ইস্টিশন ব্যবহার করা আরো সহজতর হয়ে গেল। ইস্টিশন কারিগরকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ইস্টিশন
অসংখ্য ধন্যবাদ ইস্টিশন কতৃপক্ষকে :ফুল:
কারিগর
কারিগর :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি:
ইনস্টল করতে পারছি না আমার
ইনস্টল করতে পারছি না আমার হ্যান্ডসেটে।
Install blocked
_______________
For security, your device is set to block installation of applications not obtained from Android Market
করতে পেরেছি, যেহেতু আমার
করতে পেরেছি, যেহেতু আমার ডিভাইসে আননোন এপস সোর্স এলাউড ছিলো না তাই হচ্ছিলো না।
সেটিং চেঞ্জ করেন।
সেটিং
সেটিং চেঞ্জ করেন।
সেটিং >সিকুরেটি> আননোন সোর্সেস চেক বক্সে টিক চিহ্ন দিন।
হয়ে যাবে আশাবাদী!
কারিগর রে যদিও
কারিগর রে :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: যদিও এন্ড্রয়েড ব্যভার করি না।
একটা অ্যান্ড্রয়েড কিনবো
একটা অ্যান্ড্রয়েড কিনবো কয়েকদিনের মধ্যেই। তখন এইটা ইন্সটল কইরা নিব। অ্যাপটার জন্য :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
:ফুল: :ফুল: :ফুল:
নতুনত্ব সংযোজনের জন্য ইস্টিশন
নতুনত্ব সংযোজনের জন্য ইস্টিশন কারিগরকে ধন্যবাদ..
খুবই ভাল
খুবই ভাল হয়েছে।
ধন্যবাদ।
আরেকখান কথা,
বলগ শেয়ার দিলে কে বা কাহারা দিলো, তা জানিবার উপায় কি?
গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য
এই পথচলা যেন কভু যেন থেমে না
এই পথচলা যেন কভু যেন থেমে না যায় :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
টেস্ট কমেন্ট
টেস্ট কমেন্ট
test 2
test 2