রাস্তার ওপর একটি লাশ।
তার পরিচয় জানা যায়নি।
সে কি হিন্দু না মুসলিম
তা জানা যায়নি।
কারণ, লাশটি ছিল এক
সদ্যোজাত শিশুর।
এমনকি সে এদেশি না বিদেশি
তাও জানা যায়নি।
কারণ লাশটি ছিল
আগুনে পোড়া।
একটা কুকুর।
দুইটা কুকুর।
এক পাল কুকুর।
একটা শকুন।
দুইটা শকুন।
এক ঝাঁক শকুন।
ক্যামেরার ফ্ল্যাশলাইট।
এবং পরদিন
পত্রিকার হেডলাইন…
বিরোধি দল শোরগোল তুলল,
এ এক রাজনৈতিক গুপ্তহত্যা।
এর পেছনে আছে সরকারের হাত।
সরকারি দল রব তুলল,
এ নিশ্চয়ই ভাবমূর্তি বিনষ্টকারীদের চক্রান্ত।
মসজিদে মোল্লারা ফতোয়া দিল,
এ নিশ্চয়ই কোন
ব্যভিচারিণীর পাপের ফল।
একে দাফন করা যাবেনা।
রাস্তার ওপর একটি লাশ।
তার পরিচয় জানা যায়নি।
সে কি হিন্দু না মুসলিম
তা জানা যায়নি।
কারণ, লাশটি ছিল এক
সদ্যোজাত শিশুর।
এমনকি সে এদেশি না বিদেশি
তাও জানা যায়নি।
কারণ লাশটি ছিল
আগুনে পোড়া।
একটা কুকুর।
দুইটা কুকুর।
এক পাল কুকুর।
একটা শকুন।
দুইটা শকুন।
এক ঝাঁক শকুন।
ক্যামেরার ফ্ল্যাশলাইট।
এবং পরদিন
পত্রিকার হেডলাইন…
বিরোধি দল শোরগোল তুলল,
এ এক রাজনৈতিক গুপ্তহত্যা।
এর পেছনে আছে সরকারের হাত।
সরকারি দল রব তুলল,
এ নিশ্চয়ই ভাবমূর্তি বিনষ্টকারীদের চক্রান্ত।
মসজিদে মোল্লারা ফতোয়া দিল,
এ নিশ্চয়ই কোন
ব্যভিচারিণীর পাপের ফল।
একে দাফন করা যাবেনা।
মন্দিরে পুরুতেরা রায় দিল,
জাত-ধর্ম না জেনে একে
চিতায়ও তোলা যাবেনা।
পড়ে থাকে শিশুটার কংকাল।
শেয়াল আর শকুন তখন
উগরোয় তৃপ্তির ঢেকুর।
সংসদে ঝড়।
মসজিদে
মোল্লাদের সভা।
মন্দিরে পুরুতেরা
ঘেঁটে যায়-
শাস্ত্রের পর শাস্ত্র।।
এক পাগল সেদিন রাস্তায়
চিৎকার করে বলছিল-
‘ওরা মানচিত্র খেয়েছে’।
সেকারণে পাগলটা আজ
রাষ্ট্রদ্রোহ মামলার আসামী।
শুনছি,
খুব শীঘ্রই
তার ফাঁসি হবে।
ইস্টিশনবিধি ভেঙে আপনি প্রথম
ইস্টিশনবিধি ভেঙে আপনি প্রথম পাতায় তিনটি পোস্ট দিয়েছেন। আপনাকে ইস্টিশনবিধি মেনে ব্লগিং করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
ভুল হয়ে গেল দাদা। ইস্টিশন
ভুল হয়ে গেল দাদা। ইস্টিশন বিধি মেনেই ব্লগিং করব। সত্যই কথা বলতে গেলে এখনো ভাল মত পড়িনি। চিরকালের অভ্যাস তো! ধন্যবাদ ভুল ধরানোর জন্য।
:চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
কবিতাটা চমৎকার হয়েছে।
কবিতাটা চমৎকার হয়েছে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এক পাগল সেদিন রাস্তায়
চিৎকার
আসলেই চমৎকার একটা কবিতা! মনে হল একটা চলচ্চিত্র দেখলাম বাস্তব অথবা কোন প্রামাণ্যচিত্র… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow: :bow:
অসাধারণ ছাড়া আর কোন শব্দ
অসাধারণ ছাড়া আর কোন শব্দ খুঁজে পাচ্ছি না……।। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: