আমি ছাদে বসে সূর্য ডুবা দেখি
জানালার পাশে বসে
রিমঝিম শব্দে ঝরে পড়া বৃষ্টি দেখি।
আঁধার রাতে একলা পথে
উড়ে যাওয়া জ্বলজ্বল জোনাকি দেখি।
প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে
হাসনাহেনার গন্ধ শুঁকি।
আমি দেখি বিকেলের দিকে-
একদল সাদা বক উড়ে চলে যায়।
আমি ছাদে বসে সূর্য ডুবা দেখি
জানালার পাশে বসে
রিমঝিম শব্দে ঝরে পড়া বৃষ্টি দেখি।
আঁধার রাতে একলা পথে
উড়ে যাওয়া জ্বলজ্বল জোনাকি দেখি।
প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে
হাসনাহেনার গন্ধ শুঁকি।
আমি দেখি বিকেলের দিকে-
একদল সাদা বক উড়ে চলে যায়।
তালতলার ডাহুকটি গোধূলির গান গায়।
প্রতি গভীর রাতে
একটি পাখি, অসহ্য যন্ত্রণায়
পাখা ঝাপটীয়ে উঠে।
আর আমি মুখে সিগারেট ঝুলিয়ে
একটি দীর্ঘশ্বাস ফেলি।
আমি ইষ্টিশনে নতুন যাত্রী।এটা আমার সুচনা কবিতা। অন্য ব্লগ গুলোতেও এই দিয়েই লেখা শুরু করেছিলাম।
স্বাগতম ভাই। আমি আনন্দলোকের
স্বাগতম ভাই। আমি আনন্দলোকের ট্রেইন ধরব, আপনি কোথায় যাবেন?
কবিতা আমার সারাজীবনের অখাদ্য
কবিতা আমার সারাজীবনের অখাদ্য ।
স্বাগতম, শিয়াল কবি ভাই ..
স্বাগতম, শিয়াল কবি ভাই .. :ফুল:
ইস্টিশনের প্ল্যাটফর্মে আপনারে পাইয়া খুশি হইলাম এই জন্য যে, যাত্রাপথে মাঝে মইধ্যে একটু কবিতা-টবিতা শুনতে পারুম .. 😀 😀 😀
আপনাদের উষ্ণ অভ্যর্থনায়
আপনাদের উষ্ণ অভ্যর্থনায় প্রীত হলাম। আর আমি আজাইরা কবি। তারপরও আ্পনারা যদি আমার কবিতায় মজা পেয়ে থাকেন, তাহলে অনেক খুশি হব।
স্বাগতম আপনাকে। কবিতাটি
স্বাগতম আপনাকে। কবিতাটি সুন্দর হইছে।
ইস্টিশনে আপনাকে স্বাগতম।
ইস্টিশনে আপনাকে স্বাগতম। :গোলাপ:
আপনার মনের জানালাটার প্রতি
আপনার মনের জানালাটার প্রতি হিংস হচ্ছে, চমতকার লেখা :পার্টি: