মশারাও এখন প্রযুক্তি হাতে পেয়ে গেছে মনে হয়! ঘরে কয়েল-ই জ্বালাই আর এরাসোল-ই দেই, তাতে মশাদের কিচ্ছু যায় আসে না। তারা দিব্যি কয়েল/এরাসোলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানুষকে কামড়ায়। ঘরে কয়েল জ্বালাইলে মানুষের-ই খবর হয়ে যায়, কিন্তু মশার কিছু হয়না দেখে অবাক না হয়ে পারি না। মনে হয় মশারা বিশেষ ধরণের মাস্ক ব্যবহার করে, যেটা কয়েলের ধোঁয়া রিফাইন করে। ফলে তাদের কিছু হয় না। অনেক আগে টিভিতে মর্টিন কয়েলের একটা বিজ্ঞাপন প্রচার করা হতো (এখনও করে কি না জানি না), যেখানে মশারা কয়েল কে বুড়ো আঙ্গুল দেখিয়ে গান গাইতো, “আমার নাম লুই, রোগ যখন ছড়াই গোল গোল খেলনা নিয়ে খেলতে আমি চাই! যেমন বল বা গোল কয়েল!” তো গোল কয়েল বাদ দিয়ে মর্টিনের কোনা-কুনি কয়েল ব্যবহার করেও কোন লাভ পাই নাই। যে লাউ, সেই কদু!
এবার আসি এরাসোলের কথায়। ঘরে এরাসোল দেওয়ার পর নিঃশ্বাস নিলে মানুষের মাথা ঘুরায়। আর মশারা জাস্ট একটু অজ্ঞান হয় (মড়ে না কিন্তু!)! মানে উড়া-উড়ি না করে ফ্লোরে পড়ে থাকে। যেই শরীরে কোন কিছুর স্পর্শ লাগে ওমনি উঠে উড়াল দেয়! মশার প্রযুক্তির কাছে এরাসোলও পানি-ভাত!
তবে হ্যাঁ মশা মারার দুইটা উপায় এখনও আছে। এক নাম্বার নিজের দুই হাত, আর দুই নাম্বার ইলেক্ট্রিক ব্যাট। নিজের দুই হাত ব্যবহার করে সুন্দর ভাবে থাপ্পড় দিতে পারলে মশা মড়ার সম্ভাবনা (!) আছে। আর ইলেক্ট্রিক ব্যাট ব্যবহার করতে পারলে সম্ভাবনা অনেক বেশি, কারণ মশারা এখনও “ইলেক্ট্রিক শক” প্রতিরোধের প্রযুক্তি এখনও পায় নি মনে হয়। তবে সেই দিনও আর বেশি দূরে নেই!!!
মশা মারার জন্য যে ক্যামিকেল
মশা মারার জন্য যে ক্যামিকেল কয়েল আর এরোসলে ইউজ হয় তা রেসিস্ট্যান্ট হয়ে গেছে মশার শরিরে । তাই মশা মারা যায় না । যেমনটা হয় এন্টিবায়োটিক ইউজ এর ক্ষেত্রে । জীবানু যদি এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যায় তবে ঐটার চাইতে তীব্র মাত্রার এন্টিবায়োটিক ব্যাবহার করা হয় । এখন কয়েল এরোসলে যদি অন্য ক্যামিকেল বা তীব্র মাত্রা দেয় তবে মশারা পটল তুলবে ।
(No subject)
:চশমুদ্দিন:
ইলেক্ট্রিক ব্যাট দিয়ে
ইলেক্ট্রিক ব্যাট দিয়ে প্রতিদিন স্কোয়াশ খেলবেন, বডিটাও ফিট থাকবে। মশাও মরলো হাতের মাসেল ও বাড়লো। :থাম্বসআপ:
(No subject)
😀 😀
মফস্বলের মশারা এখনও ডিজিটাল
মফস্বলের মশারা এখনও ডিজিটাল হয় নাই, এনালগ যুগেই আছে। তাই এখনও কয়েলেই কাজ হয়। তবে ইদানিং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কিছু কিছু বখাটে মশা ঢাকাগামী বাসে চড়ে ঢাকায় গিয়ে খাসলত খারাপ করে এসেছে। ওদের জন্য ইলেকট্রিক ব্যাট থেরাপি। 😀
ডাক্তার সাহেবের কমেন্ট পড়ে
ডাক্তার সাহেবের কমেন্ট পড়ে অনেক্ষণ হাসলাম । 😀
(No subject)
😀 😀 😀 😀 😀
(No subject)
:ভেংচি:
কথায় আছেনা, মশা মারতে কামান
কথায় আছেনা, মশা মারতে কামান দাগা
মনে হইতাছে কয়দিন পর হেইডাও এপ্লাই কইরতে হইবো 😀 😀 😀
(No subject)
:মাথাঠুকি: :ভেংচি:
Direct oder headquarter e
Direct oder headquarter e geya attack korte hobe..mane jaikhane panijome ta faledin (adim juge BTV te shastho bishoyok add dekhtam)….
(No subject)
:জলদিকর: :জলদিকর: :ভেংচি:
মশারও এখন আপগ্রেড হচ্ছে।
মশারও এখন আপগ্রেড হচ্ছে।
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: