সেই পরিচিত কিছু কথা,হয়ত আমার কাছেই পরিচিত কিন্তু অনেকের কাছেই নয়!!!একটা মেয়ে কখন পতিতা হয়???যখন তার চার পাশের সব রাস্তা বন্ধ হয়ে যায়(সে কোন চাকরীতে গেলে বস তার সুযোগ নিতে চায় অন্যথায় হতে হয় ধর্ষনের শিকার) তখন তার দেহব্যবসা ছাড়া করারই বা থাকে কি!!!সুশীলরা রাতে তার দেহ ভোগ করে মজা করে আর সকালে বেস্যা-মাগী বলে গালি দেয়।তবে আমার মতে এই সব সুশিলদের জন্মেই ভূল আছে তা না হলে মজা লুটেই কিভাবে নগদে তাকে গালি দেয়??লালন একটা কথা ঠিকই বলে গেছেন–গোপনে যে বেশ্যারা ভাত খায়,তাতে ধর্মের কি ক্ষতি হয়???পতিতা বলে তার দেহ ভোগ করা যাবে আর সমাজে তাদের স্হান দেওয়া যাবে না সুশীলদের এমন ভন্ডামীর কোন মানে হয় না!!!বেশ্যা ছাড়া যখন চলতেই পারিস না তো তাদেরও তোদের সারিতে বসাতে আপত্তি কেন এত!!!:-O
প্রথম পাতায় একটি পোস্ট থাকা
প্রথম পাতায় একটি পোস্ট থাকা সত্বেও আরেকটি পোস্ট দেয়া মানে আপনি ফ্লাডিং করছেন । আশাকরি ব্যাপারটা বুঝতে পারছেন ?