ওয়ান টো থ্রী
পেলাম একটা বিরি,
বিরি তে নাই আগুন
পেলাম একটা বেগুন,
বেগুনে নাই বিচি
পেলাম একটা কেচি,
কেচি তে নাই ধার
পেলাম একটা হার,
হার এ নাই লকেট
ওয়ান টো থ্রী
পেলাম একটা বিরি,
বিরি তে নাই আগুন
পেলাম একটা বেগুন,
বেগুনে নাই বিচি
পেলাম একটা কেচি,
কেচি তে নাই ধার
পেলাম একটা হার,
হার এ নাই লকেট
পেলাম একটা পকেট,
পকেটে নাই টাকা
কিভাবে যাবো ঢাকা,
ঢাকা নাই গাড়ি
কিভাবে যাবো বাড়ি,
বাড়িতে নাই ভাত
দিলাম একটা হাওয়া,
হাওয়া তে নাই গন্ধ
কাল অফিস বন্ধ,
অফিসেতে যাবনা
বস এর ব্রীফ শুনবনা,
কোবতে হইল বেশ
আমার লেখা শেষ।
কবিতা এবং কোবতে, বাংলা সাহিত্যের দুটি ভিন্ন ধারা, পার্থক্য এটাই কবিতা অর্থবহ আর কোবতে অর্থহীন( হুদাই )
অদা পাদা
ছাগুর (শিবিরের)
অদা পাদা
ছাগুর (শিবিরের) ল্যাদা
শুকালে ঘসি পুড়লে ছাই
আমার মত কবিরাজ
বাংলাদেশে নাই।
ভাই হাওয়ার জায়গায় পাদ হলে
ভাই হাওয়ার জায়গায় পাদ হলে ভালো হতো ।
নষ্টালজিক হয়ে গেলুম
নষ্টালজিক হয়ে গেলুম :আমিওআছি: