আজকাল জীবন চালানি দায় চাল,ডাল,পিয়াজ,রসুনের দাম বাড়লেও দাম কমসে হরতাল এর মতন মহামূল্যবান জিনিস টার।যে পাইকারি হারে বিক্রি হইতাসে তাতে সন্দেহে আছি কবে না হরতালের অতিরিক্ত ফলন হয় আর খাবার কেউ থাকে না।
আজকাল জীবন চালানি দায় চাল,ডাল,পিয়াজ,রসুনের দাম বাড়লেও দাম কমসে হরতাল এর মতন মহামূল্যবান জিনিস টার।যে পাইকারি হারে বিক্রি হইতাসে তাতে সন্দেহে আছি কবে না হরতালের অতিরিক্ত ফলন হয় আর খাবার কেউ থাকে না।
দেশে আরেকটা জিনিসের উৎপন্ন বেশি হইসে তা হইল রাজনৈতিক দলের।আমার বোধগম্য এখনো হইল না বাংলাদেশের মতন একটা দেশে ৩ টা রাজনৈতিক দল থাকলে সমস্যা টা কোথায় এত দল কেন?অমুক ১৮+ মহাজোট,তমুক ১৪+ মহাদল।একমাত্র নির্বাচনী প্রচারণা ছাড়া একটা মহাদল আর মহাজোট কোন গ্রাম বা শহরে আসতে দেখলাম না।আর কেউ যদি কোন সন্ত্রাসীর হামলায় নিহত হয় তাইলে তার বিচারটাও নির্বাচনী ইস্তেহার বানায় ফেলা হয়।কিন্তু খুনির দেখা মিলে না নিহতের পরিবারকে সহমর্মিতা দেয়ার সময় সাথে এইটাও বলা হয় “যতি আমরা নির্বাচনে জয়ী হই তাহলে এর সঠিক বিচার হবে”কেন?সঠিক বিচার করতে কি ভোট দেয়া আবশ্যক?
“যতি” কি জিনিস ভাই?
“যতি” কি জিনিস ভাই?
motir vai re vai
motir vai re vai
আরো গঠনমূলক লিখা পড়তে ভাল
আরো গঠনমূলক লিখা পড়তে ভাল লাগে ।
পোস্ট আরও বিস্তারিত হলে ভাল
পোস্ট আরও বিস্তারিত হলে ভাল হয়….