আসেন দাদা, আসেন দাদা
মাল লিমিটেড এটাই শেষ
কোম্পানির রেট,পানির দরে
বেইচা দিমু বাংলাদেশ।
টুটা ফাটা? বেড ফিনিশিং?
কি কন, এটা বাতিল মাল?
কাইটা দিমু,চাইখা নিবেন
আপনের চটি আমার গাল
ফাইন ফাইন মগজ আছে
করবে দালালগিরি
সঙ্গে দিমু ঘরে পোষা
সুশীল সমাজ “ফিরি”।
টেংরা টিলার আগুন দিমু
বঙ্গ সাগর পুরাই লন
লেবার,শ্রমিক হিসাব ছাড়া
ইচ্ছামত কুড়াই লন।
চৌদ্দ কোটি আমজনতার
হাতের হিসাব থাকুক না বা
দআটাশ কোটি চখের জ্বলে
উপচেয়ে যাবে গঙ্গা বাঁধ।
নোনতা জলের এমন মজুদ
আর কি আছে,বলেন?
ত্যাল, গ্যাস না পানির দরেই
স্ট্যাম্প লিখা দেই চলেন।
——-বিশিষ্ট ছড়াকার,
অনিক খান।
ব্লগে কপি-পেস্ট পোস্ট না দিয়ে
ব্লগে কপি-পেস্ট পোস্ট না দিয়ে নিজেই মৌলিক কিছু লিখার চেষ্টা করুন, দেখবেন আপনিও পারবেন।
অনিক খান কি ব্লগ চালাইতে
অনিক খান কি ব্লগ চালাইতে জানেনা?