ক্ষমা করে দিও
তোমাকে এখনও ভালবাসি বলে ক্ষমা করে দিও
তোমার জন্য এখনও কাঁদি বলে ক্ষমা করে দিও
তোমার জন্য এখনও পথও
চেয়ে আছি বলে ক্ষমা করে দিও
তোমার কথা মনে করে প্রতি রাতে ঘুমাতে যাই
বলে ক্ষমা করে দিও
ক্ষমা করে দিও
তোমাকে এখনও ভালবাসি বলে ক্ষমা করে দিও
তোমার জন্য এখনও কাঁদি বলে ক্ষমা করে দিও
তোমার জন্য এখনও পথও
চেয়ে আছি বলে ক্ষমা করে দিও
তোমার কথা মনে করে প্রতি রাতে ঘুমাতে যাই
বলে ক্ষমা করে দিও
তোমায় স্বপ্নে দেখে মাঝ রাতে ঘুম ভেঙ্গে যাই
বলে ক্ষমা করে দিও
তোমার কথা ভেবে প্রতিটা সকাল শুরু হয়
বলে ক্ষমা করে দিও
তোমাকে এখনও ভুলতে না পারার জন্য
ক্ষমা করে দিও
এক কথায়
তোমাকে ভালবাসি বলে আমাকে ক্ষমা করে দিও।
ভালবাসার জন্য ক্ষমা
ভালবাসার জন্য ক্ষমা