জনাব মাহমুদুর রহমান , শুনলাম আপনি নাকি কারাগারে অনশন করছেন এবং অনশনের ফলে অসুস্থ হয়ে এখন আপনি হাসপাতালে। ব্যাপারটা জেনে খুব খারাপ লাগছে । তবে আপনার জন্য সুসংবাদ হলো আপনার মুক্তির দাবীতে সাংবাদিক এন্ড অনলাইন এক্টিভিটিস ফোরাম নামে কিছু তরুনসহ বেশ কিছু সাংবাদিক নাকি অনশন শুরু করবে । মাহমুদুর রহমান সাহেব আপনি জানেন আন্দোলন কঠিন একটা ব্যাপার । এতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় । আমি জানি সেটা আপনি করতে পারবেন । আপনার পারা উচিত , দেশ ও জাতির জন্য হলেও করা উচিত । তাই আপনার এবং আপনার জন্য অনশনকারী সাংবাদিকদের জন্য একটাই অনুরোধ ,
প্লিজ , প্লিজ , প্লিজ আপনারা আপনাদের অনশন ভাঙ্গবেন না । কোনমতেই না । মরে গেলেও না
শেষ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন । আপনাদের আমরন অনশন বাংলাদেশের মানুষের প্রানের দাবি …..
প্লাস্টিকের ব্যাগ ভৈরা
প্লাস্টিকের ব্যাগ ভৈরা মুইত্যা পোঁটলা বানাইয়া বাইনচোত’গো সই কইরা মারোন দরকার।
প্রয়োজনে এই কাজে কতিপয় সুশীল টোকাই নিয়োগ দেয়া যাইতে পারে……
মিশন মুত্র ভর্তি ব্যাগ …
মিশন মুত্র ভর্তি ব্যাগ … :হাসি: :হাসি: :হাসি: