বাম দল বিশেষত চীনাপন্থী আর জামায়াত-শিবিরের মধ্যে কিছু সুক্ষ্ম মিল আছে। শুধু সেগুলো তুলে ধরলাম এই মিনি পোস্টে।
বাম আর জামায়াত উভয়েই একই এবং তাও কয়েকটি দিক দিয়ে।
-
-
- বাম নীতি হলো সুপ্রীম যা বলবে তা সহীহ বলে মেনে নিতে হবে সেখানে কোনই প্রশ্ন করা যাবে না
- জামাতরা ধর্মের দোহাই দিয়ে বলে “প্রশ্ন করো না”
-
.
-
-
- বাম নীতি অনুযায়ী “প্রতিবিপ্লবী” হইলেই তারে মাইরা ফালাও।
- জামাতের ক্ষেত্রেও একই, মুনাফেক হইলে কতল করো।
-
.
-
-
- চীনা বামেরা বিশ্বাস করে সকল ক্ষমতা বন্দুকের নলে
- জামাতিরা বিশ্বাস করে সকল ক্ষমতা রগ কাটার মাধ্যমে।
-
.
-
-
- বাম উগ্র নাস্তিক
- জামাত উগ্র আস্তিক।
-
কিন্তু আফসোস আম্লীগ বা বিম্পি এদের মাঝে এসব কট্টরতা নাই।
আওয়ামীলীগ বা বিএনপি
আওয়ামীলীগ বা বিএনপি দুর্নীতিতে সেরা। তারা দেশের চেয়ে দলের স্বার্থ, কর্মীর চেয়েও নেতার স্বার্থ, নেতার চেয়েও নেত্রীর স্বার্থটাকে বড় করে দেখে।
সেরা তো হবেই। দেশের বড় দুটি
সেরা তো হবেই। দেশের বড় দুটি দল বলে কথা।
বাম উগ্র নাস্তিক এন্ড জামাত
বাম উগ্র নাস্তিক এন্ড জামাত উগ্র আস্তিক
দুইটাই একই মুদ্রার এপিঠ-ওপিঠ
আবার জিগস।
আবার জিগস।
তাই নাকি? বলেন পুরাই বালছাল
তাই নাকি? বলেন পুরাই বালছাল পোস্ট।
খুবই সাদামাটা এবং
খুবই সাদামাটা এবং দায়িত্বজ্ঞানহীন কথা।
খুবই সাদামাটা এবং
খুবই সাদামাটা এবং দায়িত্বজ্ঞানহীন কথা।
তাই নাকি? বলেন পুরাই বালছাল
তাই নাকি? বলেন পুরাই বালছাল পোস্ট।
হুজুরে আলা কেরু হক্কানির
হুজুরে আলা কেরু হক্কানির রিকোয়েস্টে পোস্ট দিলা নাকি?
কারো কথায় সুমিত নড়ে না, এটা
কারো কথায় সুমিত নড়ে না, এটা নিশ্চয়ই জানেন।
যার কি-বোর্ড থেকে ফরাজী
যার কি-বোর্ড থেকে ফরাজী আন্দোলন, সাওতাল বিদ্রোহের মত পোস্ট প্রসব হয়, তার কি-বোর্ড থেকে ফেসবুকের চতুর্থ শ্রেণী মার্কা স্ট্যাটাস জাতীয় পোস্টকে আমি হুজুরে আলাদের রিকোয়েস্ট পোস্ট হিসাবে দেখি। বিপদে-আপদে হুজুরে আলাদের কাছে পাওন যায় না। বাম চুতিয়ারাই পাশে ছুটে আসে। সৃস্টিকর্তার তোমার বোধের ঘুলঘুলিতে একটা আলৌকিক টিউন করে দেওয়া এই মহুর্তের প্রয়োজনীয়তা বলে মনে করছি।
দলের নয়, মানবতার জয় হোক। দলবাজি নয়, দেশবাজি দেখতে চাই।
দেশবাজি করতে দলবাজি দরকার।
দেশবাজি করতে দলবাজি দরকার।
ধুর,মাঝে মাঝেই এত বেশী হতাশ
ধুর,মাঝে মাঝেই এত বেশী হতাশ করেন আপনি বলার মত না।খুবই দায়িত্বজ্ঞানহীন একটা পোষ্ট।
রাশির দোষ বলে কথা।
রাশির দোষ বলে কথা।
যতদুর রিপোর্ট মোতাবেক তথ্য
যতদুর রিপোর্ট মোতাবেক তথ্য আছে সে হিসাব অনুযায়ী জামায়াত কিনবা বাম দলগুলোর ভোট সংখ্যা খুবই নগন্য আওয়ামীলীগ ও বিএনপির তুলনায়। অনলাইন এক্টিভিজমে বিএনপির তেমন একটা ভুমিকা নেই বললেই চলে যা কিছু করে জামায়াতীরাই করে থাকে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা অর্থাৎ আপনাদের মতো আওয়ামীলীগ পন্থী এক্টিভিস্টদের জন্যই কিন্তু বারবার এসকল নগন্য ভোটপ্রাপ্ত দলগুলো আলোচনায় চলে আসে। মনে রাখবেন এর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের ক্ষমতাকে তাদের হাতেই তুলে দিচ্ছেন যার ফলে আগামীতে আপনাদের অবস্থা করুণ হতেও পারে।
আপনাদের যেই আন্দোলন ছিলো যুদ্ধাপরাধীদের বিপক্ষে সেই আন্দোলন আজ এভাবেই মুখ থুবড়ে পড়েছে আপনাদের জন্যই।