বর্তমানে ব্লগার শব্দটি একটি গালিতে পরিনত হয়েছে । কিছুদিন আগে হেফাযতের লংমারচের ২/১ দিন পর নীলক্ষেত এলাকা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি দুই বই বিক্রেতা একে অন্যকে গালি দিচ্ছে “তুই একটা ব্লগার” বলে । সারাদেশে জাদের ব্লগিং সম্পর্কে ন্যূনতম ধারনা নেই , জারা মনে করে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো হয় তাঁরা আজকে ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারনা নিয়ে পরে আছে ।
আমি নিঃসঙ্কোচে বলতে চাই ব্লগিং আমার অধিকার । ব্লগিং আমার স্বাধীনতার প্রতীক ।
তাই দীর্ঘদিন যাবত শুধু ব্লগের একনিষ্ঠ পাঠক থেকে এখন আমি একজন ব্লগারে পরিনত হলাম । আর নয় চুপ করে বসে থাকা । ইশ্টিশনে এটাই আমার প্রথম পোস্ট ।
বর্তমানে ব্লগার শব্দটি একটি গালিতে পরিনত হয়েছে । কিছুদিন আগে হেফাযতের লংমারচের ২/১ দিন পর নীলক্ষেত এলাকা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি দুই বই বিক্রেতা একে অন্যকে গালি দিচ্ছে “তুই একটা ব্লগার” বলে । সারাদেশে জাদের ব্লগিং সম্পর্কে ন্যূনতম ধারনা নেই , জারা মনে করে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো হয় তাঁরা আজকে ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারনা নিয়ে পরে আছে ।
আমি নিঃসঙ্কোচে বলতে চাই ব্লগিং আমার অধিকার । ব্লগিং আমার স্বাধীনতার প্রতীক ।
তাই দীর্ঘদিন যাবত শুধু ব্লগের একনিষ্ঠ পাঠক থেকে এখন আমি একজন ব্লগারে পরিনত হলাম । আর নয় চুপ করে বসে থাকা । ইশ্টিশনে এটাই আমার প্রথম পোস্ট ।
হ্যাপি ব্লগিং :খুশি: :থাম্বসআপ:
আমি ও আজ প্রথম ইস্টিশনে পোস্ট
আমি ও আজ প্রথম ইস্টিশনে পোস্ট লিখলাম……
(No subject)
:ফেরেশতা:
ইস্টিশনে স্বাগতম
ইস্টিশনে স্বাগতম
ধন্যবাদ
ধন্যবাদ :খুশি:
ইস্টিশনে স্বাগতম।
ইস্টিশনে স্বাগতম। :গোলাপ: :ফুল:
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ :থাম্বসআপ: :ফুল:
এতোদিন ফ্রীল্যান্সার বললে
এতোদিন ফ্রীল্যান্সার বললে মানুষ ক্যাপচা এন্ট্রী ধরতো আর এখন ব্লগার বললে নাস্তিক ধরে :/ কই যে যামু 🙁
কোথাও যাইয়েন না , ব্লগেই
:মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: কোথাও যাইয়েন না , ব্লগেই থাকেন ।