আমি এখানের কেউ নই … আমাকে আমার ওখানেই ফিরতে হবে …
ফিরে যেতে হবে নিঃস্বার্থ কাক আর বক শালিকের দেশে…
শকুনের রাজ্যে আমি আজ ভীত-সন্ত্রস্ত…
কিসের ভিতি ?? ভয়ের ভয়ঙ্কর এক ভয়ার্ত ভীতি…
যা অকল্পনীয় ভাবে ভেঙ্গে দেয় সব নীরবতা…
আমি বাইরে যাবো… হাটতে হবে… অনেক দূরে যেতে হবে…
বেচে থাকতে হলে ছুটে যেতে হবে কয়েক মাইল…
তারপর বিনিদ্র রাত সাথে করে ফিরে যেতে হবে নিদ্রাদেবির বুকে..
মিশে হতে হবে একাকার …
তুমি বরং এখন ফিরে যাও তোমার প্রিয়তমর বুকে…
নিশ্চিন্তে নিঃশ্বাস নাও সেখানে…
অবিশ্বাসী বাতাস কে আটকে রেখে দম ঘুটে মরা বুকের লোমগুলো দাড়িয়ে যাক তোমার প্রিয়তমর…
আমি এখানের কেউ নই … আমাকে আমার ওখানেই ফিরতে হবে …
ফিরে যেতে হবে নিঃস্বার্থ কাক আর বক শালিকের দেশে…
শকুনের রাজ্যে আমি আজ ভীত-সন্ত্রস্ত…
কিসের ভিতি ?? ভয়ের ভয়ঙ্কর এক ভয়ার্ত ভীতি…
যা অকল্পনীয় ভাবে ভেঙ্গে দেয় সব নীরবতা…
আমি বাইরে যাবো… হাটতে হবে… অনেক দূরে যেতে হবে…
বেচে থাকতে হলে ছুটে যেতে হবে কয়েক মাইল…
তারপর বিনিদ্র রাত সাথে করে ফিরে যেতে হবে নিদ্রাদেবির বুকে..
মিশে হতে হবে একাকার …
তুমি বরং এখন ফিরে যাও তোমার প্রিয়তমর বুকে…
নিশ্চিন্তে নিঃশ্বাস নাও সেখানে…
অবিশ্বাসী বাতাস কে আটকে রেখে দম ঘুটে মরা বুকের লোমগুলো দাড়িয়ে যাক তোমার প্রিয়তমর…
ভালবাসুক তোমাকে সর্বস্ব দিয়ে… তোমার মত করে…
আমি এখানের কেউ নই … আমাকে ফিরতে দাও শালিকের দেশে…
এমনিতেই কবিতার বাজারে খদ্দরের
এমনিতেই কবিতার বাজারে খদ্দরের বড়ই অভাব। তার উপর হুদাই ট্যাগ। আমি কোন হুদাই ট্যাগের কবিতা পড়িনা।
ভাল লিখেছেন। হুদাই কবিতা পড়তে
ভাল লিখেছেন। হুদাই কবিতা পড়তে খারাপ লাগে না।
@নুর নবী দুলাল না পইড়া কইলেন
@নুর নবী দুলাল না পইড়া কইলেন হুদাই ট্যাগ এর কবিতা পড়েন না ?? হুদাই ট্যাগ এই কবিতায় দেওয়ার যথেষ্ট কারণ আছে ভাইজান 😀 এটা একটা আসলেই হুদাই কবিতা 😛
@রং পেন্সিল ধন্যবাদ হুদাই কবিতা পড়ার জন্যে 😛
আপনার দেখি হুদাই প্রীতি আছে
আপনার দেখি হুদাই প্রীতি আছে :মুগ্ধৈছি:
একটু বেশি ই
একটু বেশি ই 😀
তুমি বরং এখন ফিরে যাও তোমার
তুমি বরং এখন ফিরে যাও তোমার প্রিয়তমর বুকে…
নিশ্চিন্তে নিঃশ্বাস নাও সেখানে
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: