বেচে থাকলে বুঝি মানুষ বদলায়,
সাপ বদলায় তার খোলস,
ধরীত্রি বদলায় তার রঙ।
পূর্নিমার চাদ হয় অমাবস্যায় লীন,
মরা পাতা ঝড়ে পরে,
সাগরের ঊর্মীমালা অতলে বিলীন,
সবকিছু বদলায়,
পুরুণো দিন আসেনা ফিরে।
সেই তুমিও চলে গেছ বদলে যাবার দলে,
কেবল বদলাইনি এই আমি এক টুকরো অন্ধকার,
চীরকালের সেই একই অন্ধকার নিকশ কালো।
আমার আর লাগে না ভালো।
যেমন মেশেনা জল আর তেল,
তেমনই তুমি আলো আর আমি অন্ধকার সেল।
সবাই বদলায়, শুধু বাঙালী বদলায়
সবাই বদলায়, শুধু বাঙালী বদলায় নাই। তারা পাকিস্তানী রয়ে গেছে।
এভাবে বলেন, পাকিস্তানীরা
এভাবে বলেন, পাকিস্তানীরা বদলায় নাই, বাঙালী বাঙালীই রয়ে গেছে
সময়ের সাথে সবই বদলে যায়!!!
সময়ের সাথে সবই বদলে যায়!!!
পাকিস্তানীদের ভেতর বদলায় নাই ঠিকই শুধু তাদের বাহির বদলায়ছে । তাদের তো হাজার রকমের রূপ ক্ষন কোনটা ধারণ করে তা ওরাই জানেনা…!!
ঠিকই
ঠিকই