জীবনের কোলাহল, মেঠো পথ রাজপথ
আর হাটো জল ছোট নদী, রোদেলা প্রহর পেরিয়ে
জোত্স্নার বন্ন্যায়, চাতকীর চেয়ে থাকা
দিগন্তের ঊপাড়ে লালচে ঊষা।
গণ্তব্যহীন, অজানা নেশায় কুয়াশার
চাদর।
লেখলাম আর পারছিনা, কেমন যেন লাগামহীন, ছন্নছাড়া, অর্থহীন আমি অর্থের খুজে,
কে আমি কেঊ নই, ভোরের স্বপ্নের মত অজানা।
কেবল মিছেমিছি সময় সাগরে ডুবুসাতার।
তবু যেনো পথের নেই শেষ, অবিরাম পথচলা
একা একা বলেচলা অনর্গল বারিধারা লোনাজল শব্দহীন,
অনুভূতির নাম শিরোনামহীন।