খুব করে তো বলেছিলে, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে সাথে, বাবা আসছে গ্রাম থেকে অনেক দিন বাদে। সোনার বাংলার আজব মাছ ইলিশ, আমাগো মতো মানুষের এই মাছ খাইতে গেলে না থাকে বিছানা না থাকে বালিশ। কখন যে তুমি আমার কাছে কি যে চেয়েছিলে? একি! স্বরণ কালের একি চাওয়া একটিখানি মাছ! বাছ। তোমার আশা পূরণ করতে পারি ইহা প্রমাণ করিব তোমারে। বাজার থেকে বড় ইলিশ আমি আনিব তোমার জন্য, বাজারে ইলিশের এই যাহা মূল্য, আমার কাছে তা তো রতন তূল্য। সম্বল যাহা আছে সমিতির কাছে জমানো টাকাখানি, তোমাকে খুশি দেখার অবাক করার, সুযোগ আমি আর পাইব না জানি। যখন তোমার সামনে লটকাইয়া ধরিব বাজার এর সব চেয়ে বড় ইলিশ, তোমার মুখ খানি হবে স্বর্গের নন্দন কানন। সবখানি সম্বল উজাড় করে, তোমার কাছে নিয়ে আসছি সপ্ন থলেতে ভরে। দরজার পাশে বাবা, হাত দুটি তার মাথায়; আরে বাবা আপনি এসেছেন কবে? -“কিসের আসা কিসের যাওয়া কিবা আর হবে, দেহখানি তার রইয়াছে পড়ে মেয়ে যে নাই ভবে।”