আমি একা…
চারপাশে জামায়াত-শিবির ও বিএনপি।
অর্থবিত্ত ও সমাজ পতি তারা…
মসজিদ পরিচালনায় তারা,
চেয়াম্যান-মেম্বার তারা,
আমি একা…
চারপাশে জামায়াত-শিবির ও বিএনপি।
অর্থবিত্ত ও সমাজ পতি তারা…
মসজিদ পরিচালনায় তারা,
চেয়াম্যান-মেম্বার তারা,
সকলে আজ এক হয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রের ঝালে মোড়ানোর জন্য।
এলাকায় থাকতে দেয়া হবে না।
সে খারাপ, তার কারনে সমাজ নষ্ট হচ্ছে…
তাদের সাথে কন্ঠ মিলাতে শুরু করে আওয়ামীলীগের কিছু সুবিদাভোগী নেতাকর্মী।
টাকার কাছে বিক্রি যেন…
দেখতে সবাই আমার সুজন
ক্ষতি করে যে জন
আমি ঠিক বুঝে ওঠার আগেই তারা একত্রিত…
আমি ভাবতেও পারেনী তারা এত হিংস্র ও বর্বর…
একসাথে বসা, এক সাথে খাওয়া, এক সাথে আড্ড…
ওরা আমার বন্ধু, ওরা আমার সহযোগী, ওরা আমার কাছের লোক…
মূলত-
এরা জামায়াত-শিবির…
এরা বিএনপি…
না !
তারা তাদের হিংস্র থাবা থেকে আমাকে রেহায় দেয়নি…
সমাজে আমাকে নষ্ট প্রতিষ্ঠতি করার লড়ায়ে সংঘবদ্ধ…
আমি জানি…
তারা মাধক ব্যবসায়ী
তারা পতিতা ব্যবসায়ী
তারা চোরাকারবারী
তারা অস্র ব্যবসায়ী
সমাজে মুখোষধারী ভদ্রলোক
তারা অপরের ঘর-বাড়ী দখলকারী
মাথায় টুপি, মুখে দাঁড়ি, গায়ে লম্বা জুব্বা, ইসলামের ভুলি কথায় কথায়…
তারা অসহাদের রাজা, আর রাজাদের প্রজা…
তারা হিংস্র…
তারা বর্বর…
তারা রাজাকারদের কথা বলে…
তারা পাকিস্তানীদের কথা বলে…
তারা ইসলামের নামে মানুষ কে হত্যা করে…
তারা গণতন্ত্রের নামে হরতালে মানুষ কে পুড়িয়ে মারে…
তাদের ষড়যন্ত্র আজও বিদ্যমান…
(একটু অপেক্ষা করুন)
একে একে সব যাচ্ছে,
শুধু বাকী
একে একে সব যাচ্ছে,
শুধু বাকী বাংলাদেশ।
তবে বেশিদিন নাই,
বাংলাদেশও যাবে ছাগুদের দখলে।