১৯৭১ সালে ১লা মার্চ ইয়াহিয়া খান যখন সংসদে অধিবেশন স্হগিত করেন তখন সমস্ত বাংলা উত্তাল হয়ে উঠে। সিরাজ শিকদার এর নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলন শেখ মুজিবরের কাছে একটি খোলা চিঠি লেখা, যেখানে শেখ মুজিবরকে অনুরোধ করা হয় সশ্রস্র যুদ্ধ শুরু করার। কিন্তু শেখ মুজিবরের নেতৃত্বধীন আওয়ামীলীগ যুদ্ধ শুরু বা যুদ্ধের প্রস্তুতি কোনো কিছুরই প্রয়োজন বোধ করেননি। ব্যাস্ত ছিল আলাপ চারিতায়। আর এভাবেই অপ্রস্তুত বাঙ্গালীর উপর এতটা সুবিধা করতে পেরেছিল পাকিস্তানি বাহিনী।