“তাঁর (শেখ মুজিবুর রহমান) যে ভাই খুলনায় মারা গিয়েছিলেন, আমি লোকমুখে শুনেছি, সেখানকার লোকেরা নাকি আনন্দে মিলাদ পড়িয়েছে। তিনি এতোই অত্যাচারী ছিলেন। এসব বলতে খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু এমন ঘটনা ঘটেছে তো।” — সরদার ফযলুল করিমকে দেয়া সাক্ষাত্কারে শহীদ জননী জানাহানারা ইমাম এভাবেই বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরের কথা তুলে ধরেছিলেন।
ফ্র্যান্ডর লেখা বই-‘Bangladesh: The First Decade’ তে শেখ নাসের সম্পর্কে বলা হয়েছে-“একমাত্র ভাই শেখ নাসেরও জাতির জনকের নাম ভাঙ্গিয়ে ৩-৪ বছরে বিরাট ধনী হয়েছিলেন।”
“তাঁর (শেখ মুজিবুর রহমান) যে ভাই খুলনায় মারা গিয়েছিলেন, আমি লোকমুখে শুনেছি, সেখানকার লোকেরা নাকি আনন্দে মিলাদ পড়িয়েছে। তিনি এতোই অত্যাচারী ছিলেন। এসব বলতে খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু এমন ঘটনা ঘটেছে তো।” — সরদার ফযলুল করিমকে দেয়া সাক্ষাত্কারে শহীদ জননী জানাহানারা ইমাম এভাবেই বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরের কথা তুলে ধরেছিলেন।
ফ্র্যান্ডর লেখা বই-‘Bangladesh: The First Decade’ তে শেখ নাসের সম্পর্কে বলা হয়েছে-“একমাত্র ভাই শেখ নাসেরও জাতির জনকের নাম ভাঙ্গিয়ে ৩-৪ বছরে বিরাট ধনী হয়েছিলেন।”
মনিরুজ্জামান তালুকদারের বই থেকে আরো জানা যায় পাট চোরাচালান চক্রের মূল হোতা ছিলেন খুলনার এই শেখ আবু নাসের। তাঁর ছিল ক্যাডার বাহিনী আর প্রচুর অবৈধ অস্ত্র। সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধারে নামালে এই অস্ত্রের ভান্ডারের খোঁজ পেয়ে কেন্দ্রে জানালেও তাতে লাভ হয়নি।
হঠাৎ শেখ আবু নাসেরের কথা তুলে ধরার একটি বিশেষ কারণ রয়েছে। বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম “বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম” এর নাম পাল্টে রাখা হয়েছে “শেখ আবু নাসের স্টেডিয়াম”। কি নির্মম পরিহাস। এই স্টেডিয়ামকে আগামী টি২০ বিশ্বকাপের ভেন্যু হিসেবে ঘোষনা দেয়া হয়েছে।
আরো ভয়াবহ তথ্যটি হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল ওসমানীর নাম বাদ দেয়া হয়েছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নাম থেকে। আগের কর্ণেল ওসমানী স্টেডিয়াম এখন শুধুই সিলেট বিভাগীয় স্টেডিয়াম নামে আইসিসির ভেন্যু তালিকায় যাচ্ছে।
এছাড়া জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়ার মুক্তিযোদ্ধা শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানের উপযোগী হিসেবে স্বীকৃত হলেও এটিকে বাদ দেয়া হয়েছে বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে। উল্লেখ্য শহীদ চান্দু স্টেডিয়াম এর আগে একটি টেস্ট ম্যাচেরও আয়োজক ছিল।
কতটা অপমান সহ্য করতে পারি আমরা তাই দেখছি। একদিকে মুক্তিযুদ্ধের “সোল” এজেন্ট ট্যাগ লাগিয়ে অন্যদিকে সেই মুক্তিযোদ্ধাদেরই অপমান ।
শিরোনামে যে দিলি মুজিব ছিলো
শিরোনামে যে দিলি মুজিব ছিলো গুবরে পদ্মফুল সেটা প্রমান কর ছাগুর ছা।
আরে ছাগু তর কয়টা কি প্রমান
আরে ছাগু তর কয়টা কি প্রমান লাগব?চিল্লাপাল্লা কম কর।
আমি ছাগু? তুই আমারে ছাগু
আমি ছাগু? তুই আমারে ছাগু ডাকলি? :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
যাউকজ্ঞা, প্রমান কর বঙ্গবন্ধু গোবরে পদ্মফুল এবং জামায়াতে ইসলামী,বিম্পি, হেফাজত এরা চুতিয়া না।
পাঁচজন রাজাকারের নামও বলিস।
আরে মাদারী শেখ কামাল ব্যাংক
আরে মাদারী শেখ কামাল ব্যাংক ডাকাতি করছিল,শেখ সেলিম,শেখ হেলাল বাংলাদেশের এক নাম্বার দালাল,শেখ হাসিনা টেকা দিয়া বিদেশী ডিগ্রী কিনে,শেখ আবু নাসেরের কথা তো কইলামেই।আরও লাগব।
তোরা ছাগুরা এসব বুঝবিনা। :থাম্বসডাউন: :থাম্বসডাউন: :থাম্বসডাউন: :থাম্বসডাউন:
তুমি ছাগু। প্রোফাইলে
তুমি ছাগু। প্রোফাইলে জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রোফাইল রাইখা এইখানে ছাগুগিরি মারাও? মডু কই? এইটারে আইপি সুদ্ধা ব্যান দেন।
আইডি তর … নাকি?পারলে ব্যান
আইডি তর … নাকি?পারলে ব্যান কইরা দে :থাম্বসডাউন: :থাম্বসডাউন: :থাম্বসডাউন: