নিউজফিড চেক করতে গিয়ে চোখে পড়লো, “একজন গর্ভবতী মায়ের জন্য রক্ত লাগবে। রক্তের গ্রুপ এ পজিটিভ! দিতে পারলে এই নাম্বারে যোগাযোগ করুন!”
রাত ১২ টা বাজে তখন। নাম্বারটা তে কল দিয়ে বললাম কখন ব্লাড লাগবে? উনি বল্লেন এখনই ব্লাড লাগবে।
আমার বাসা থেকে হসপিটালের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। রাত ১২ টা বাজে সিএনজি নিয়ে হসপিটালে পৌঁছাইলাম। গিয়ে শুনলাম ব্লাড কাল সকালে লাগবে।
আরেকটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন ভোরে উঠেই আবারও হসপিটালে গেলাম। টোটাল ৬০০ টাকা সিএনজি ভাড়া লাগছিল। রোগীর স্বামী আমাকে ভাড়াটা দিতে চাইলেন। কিন্তু আমি নিই নাই…!
নিউজফিড চেক করতে গিয়ে চোখে পড়লো, “একজন গর্ভবতী মায়ের জন্য রক্ত লাগবে। রক্তের গ্রুপ এ পজিটিভ! দিতে পারলে এই নাম্বারে যোগাযোগ করুন!”
রাত ১২ টা বাজে তখন। নাম্বারটা তে কল দিয়ে বললাম কখন ব্লাড লাগবে? উনি বল্লেন এখনই ব্লাড লাগবে।
আমার বাসা থেকে হসপিটালের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। রাত ১২ টা বাজে সিএনজি নিয়ে হসপিটালে পৌঁছাইলাম। গিয়ে শুনলাম ব্লাড কাল সকালে লাগবে।
আরেকটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন ভোরে উঠেই আবারও হসপিটালে গেলাম। টোটাল ৬০০ টাকা সিএনজি ভাড়া লাগছিল। রোগীর স্বামী আমাকে ভাড়াটা দিতে চাইলেন। কিন্তু আমি নিই নাই…!
দুই দিন খবর পেলাম অই মা ভালো আছে। উনার মেয়ে হইছে। আলহামদুলিল্লাহ!
“রক্ত দিন, জীবন বাচান” এই উক্তিটি যেদিন প্রথম দেখছি, অইদিন থেকেই ব্লাড দিই। ফেইসবুকে কেউ স্ট্যাটাস দিলে মনোযোগ দিয়ে পড়ি। বন্ধু কিংবা বড় ভাইদের কাছে অই পোস্টের স্ক্রীনশট পাঠাই বলি, ভাই হেল্প করেন…!
এভাবেই আমি কিংবা আমার মতো হাজারো ছেলে মেয়ে ব্লাড ডোনেট করে আসছে! ব্লাড দিয়ে তেমন আনন্দ না পেলেও দুইদিন পর যখন শুনি রোগী ভালো আছে তখন খুবই খুশি হই। আমার দেওয়া রক্তে একজন নতুনভাবে বেচেঁ আছে।
আমি স্পাইডারম্যান হতে পারিনাই, আমার দুঃখ নাই….!
আমি ব্যাটম্যান হইতে পারিনাই, আমার দুঃখ নাই…!
আমি সুপারম্যান হইতে পারিনাই, তাতেও কোন দুঃখ নাই…!
কিন্তু আমি গর্বিত! কারণ আমি একজন ব্লাডম্যান!
ব্ল্যাডম্যানোরা এগিয়ে যান।
ব্ল্যাডম্যানোরা এগিয়ে যান। আপনাকে দেখেই হয়তো আরো দশটা ছেলে রক্ত দিতে উদ্বুদ্ধ হবে। হয়তো আরও দশটি মানুষের জীবন বেঁচে যেতে যাবে। আপনাদের মহৎ কাজকে শ্রদ্ধা 🙂
স্বেচ্ছায় রক্তদান একটা মহতি
স্বেচ্ছায় রক্তদান একটা মহতি কাজ। এই ধরনের কাজে তরুনদের উদ্বুদ্ধ করা উচিত। মানুষের প্রয়োজনে রক্তদানে সবাইকে এগিয়ে আসা উচিত।