যদি একমুঠো স্বপ্ন দাও আমায়
নিশ্চিন্তে ঘুমাতে পারি আমি
দাও যদি সহস্র কবিতা
পারি আমি আকাশ ছুঁতে।
আরও হাজার বছর কিংবা
লক্ষ্য বছরের অপেক্ষায়ও রাজি!
যদি দাও একটি গোলাপ
হে মহাকাল আর ধরনী –
আর নয় বিভ্রান্তি! কোন রহস্য
অস্বীকার করবো আমি নিজের অস্তিত্ব
হারিয়ে যাব ব্ল্যাক হোলে
যদি স্বাধীন একটি দিন দাও আমায়।
এই আশাটুকু নিয়েই নিরন্তর বেচেঁ থাকা
নইলে –
কবেই ছিড়ে ফেলতাম হতচ্ছাড়া কবিতার খাতা
খুজেঁ বেড়াই শুধু কে হবে মুক্তিদাতা?
এই আশাটুকু নিয়েই নিরন্তর
এই আশাটুকু নিয়েই নিরন্তর বেচেঁ থাকা
নইলে –
কবেই ছিড়ে ফেলতাম হতচ্ছাড়া কবিতার খাতা
খুজেঁ বেড়াই শুধু কে হবে মুক্তিদাতা?
………………অসাধারন অর্বাচীন
ধন্যবাদ!
ধন্যবাদ!
দ্বিতীয় প্যারা থেকে শেষ লাইন
দ্বিতীয় প্যারা থেকে শেষ লাইন পর্যন্ত বেশি সুন্দর ! :তালিয়া:
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
যদি একমুঠো স্বপ্ন দাও
কিছুক্ষনের মধ্যে উঠতে যাওয়া নতুন বছরের প্রথম সূর্য’কে সাক্ষী করে এই কবিতার কবি’কে বলছি ।মনে পড়ছেনা, আপনাকে কি কখনো আমি আমার ভেতরে পুষে রাখা কিছু যন্ত্রনার কথা বলেছিলাম নাকি ?? আপনি আমার আর্তনাদ’গুলো কিভাবে পড়ে ফেললেন ভাই ???!!!
:ভাবতেছি: তবে আমি কিন্তু সত্যিই — :মুগ্ধৈছি: :মুগ্ধৈছি:
আপনার আর্তনাদ উঠে এসেছে এই
আপনার আর্তনাদ উঠে এসেছে এই কবিতায়, জেনে খুব ধন্য হলাম।
darun Tobe black hole a
darun Tobe black hole a haranor basona charun…keep it up
দারুন
দারুন