দেশ নিয়ে এই মুহূর্তে আমার মনে উঁকি দেয়া কিছু প্রশ্নঃ-
১। শাহবাগ সহ সারাদেশে যে গণজাগরন,গণজাগরন মঞ্চ হল তার ফলাফল কি?
২। হেফাজতে ইসলামের ‘লং মার্চের’ ফলাফল কি?
৩। শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন ভঙ্গের সময় এ কে খন্দকার যে ‘আশ্বাস’ দিয়েছিলেন,সেটা রক্ষায় তিনি ও সরকার কতটুকু সচেষ্ট?
৪। ব্লগারদের যখন একে একে গ্রেফতার করা হচ্ছিল,তখন সবাই (আমি নিজে ও) বাক স্বাধীনতা নিয়ে কথা তুলেছিল।’আমার দেশ’ অফিসে তালা,মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও কি বাক স্বাধীনতার পরিপন্থি?
দেশ নিয়ে এই মুহূর্তে আমার মনে উঁকি দেয়া কিছু প্রশ্নঃ-
১। শাহবাগ সহ সারাদেশে যে গণজাগরন,গণজাগরন মঞ্চ হল তার ফলাফল কি?
২। হেফাজতে ইসলামের ‘লং মার্চের’ ফলাফল কি?
৩। শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন ভঙ্গের সময় এ কে খন্দকার যে ‘আশ্বাস’ দিয়েছিলেন,সেটা রক্ষায় তিনি ও সরকার কতটুকু সচেষ্ট?
৪। ব্লগারদের যখন একে একে গ্রেফতার করা হচ্ছিল,তখন সবাই (আমি নিজে ও) বাক স্বাধীনতা নিয়ে কথা তুলেছিল।’আমার দেশ’ অফিসে তালা,মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও কি বাক স্বাধীনতার পরিপন্থি?
(মিথ্যাচার যদি তিনি করে থাকেন,শাহবাগের গণজাগরন মঞ্চ থেকে দেয়া আলটিমেটামের পর ও তাকে গ্রেফতার করা হয়নি কেন? পরশু কেন হল? উইকিলিসের তথ্য জনসাধারণের হাতে পৌঁছাবে বলে?)
৫। পদ্মা সেতু ও হলমার্কের খবর কি?
৬। সাড়া দেশ জুড়ে যত সহিংসতা চলছে,এর জন্য দায়ী কে?
উরি বাপ্রে, পন্ডিত মশাই দেখি
উরি বাপ্রে, পন্ডিত মশাই দেখি মাহমুদুর রহমান মিয়াঁ ভাই’রে উইকিলিস খেতাব’টাও দিয়া ফালাইছে — বাউ’রে, এই কথা জুলিয়ান অ্যাসেঞ্জ মিয়াঁ তো হুনলে নগদে সুইসাইড খায়া আপ্নেরে মার্ডার মামলায় ফাঁসাইয়া দিবো । সাবধানে থাইকেন ষ্যাড় …
জবাবদিহিতার রাজ্নীতি কোন কালে
জবাবদিহিতার রাজ্নীতি কোন কালে এ দেশে ছিল রে ভাই??
জবাবদিহিতার রাজ্নীতি কোন কালে
জবাবদিহিতার রাজ্নীতি কোন কালে এ দেশে ছিল রে ভাই??
মাহমুদুর রহমানের খেতাব
মাহমুদুর রহমানের খেতাব কি,সেটা মুখ্য না।মুখ্য আমার জানতে চাওয়া গুলো।
আপনার ঝান্তে চাওয়ার ভিত্রে
আপনার ঝান্তে চাওয়ার ভিত্রে যদি একটা হারামজাদার প্রতি তোষামোদি খুইজা পাওয়া যায়, তাইলে কমু আপ্নের প্রশ্নের ভিত্রে উত্তরের আশায় আপ্নে আসলে প্রশ্নে অন্যকিছু ইঙ্গিত করেন । কাশার সময় একটু ঝাইড়া কাইশেন … :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
মানলাম মাহমুদুর রহমান
মানলাম মাহমুদুর রহমান হারামজাদা,তার তোষামদ আমি করসি।বাকি প্রশ্ন গুলোর হৈল কি? উত্তর জানা আসে? থাকলে জানান,খুশী হব।আর না জানলে ভাগেন।বাইক্কা প্যাচাল পাড়নের টাইম নাই 8-|
ইস্টিশনের প্ল্যাটফর্মের
ইস্টিশনের প্ল্যাটফর্মের প্রশ্নের ফেরিওয়ালা’রে কইলাম … চামচামি বন্ধ করেন, প্রশ্নের নাম দিয়া আর হাসাইয়েন্না । :হাসি: :হাসি:
:হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
মাঝে মাঝে হক কথা কইলে ও
মাঝে মাঝে হক কথা কইলে ও চামচামি হয়,ছাগুত্ব প্রমান যেন এভারেষ্ট বিজয়ের সম্মান।
মহাচুদুর মিয়াঁ’রে উইকিলিক্স
মহাচুদুর মিয়াঁ’রে উইকিলিক্স বানাইয়া মাথার উপ্রে তোলে একমাত্র নিচের ছবি সদৃশ পোলা’রা ।
এখন আপ্নে চ্যাতলে কমু আপ্নে তাইলে নিচের ছবির প্রাণী’টার মত, আর না চ্যাতলে ধরি নিমু আপ্নে তাইলে মাইন্না লইলেন যে আপ্নে নিচের ছবির প্রাণী’টার মত ।
আপনে কী না কন।বুইঝা গেসি রে
আপনে কী না কন।বুইঝা গেসি রে ভাই কে ‘নিচের প্রাণীটার্ִ (ছবির) মত।একতরফা ম্যা ম্যা কে করতেসে সেটা নিজেই একটু ভাইবা লন।তর্কে যামু না।