আশির দশকের প্রারম্ভে শেখ হাসিনার
রাজনীতি শুরু হয়েছিল
জামায়াতে ইসলামীকে মিত্র রূপে পাশে নিয়েই।
শেখ হাসিনার
সঙ্গে জামায়াতে ইসলামী এবং স্বৈরাচারী এরশাদের
দহরম-মহরম নতুন কোনো ঘটনা নয়।
১৯৮৬ সালে তার নেতৃত্বেই আওয়ামী লীগ
জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ
করে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ
করে অবৈধ এরশাদ সরকারকে বৈধতা দিয়েছিল।
১৯৯৫-৯৬ সালে বিএনপির বিরুদ্ধে একই শেখ
হাসিনা একপাশে গোলাম আযম এবং অন্য
পাশে এরশাদকে নিয়ে বিএনপি সরকারের
বিরুদ্ধে আন্দোলন করেছেন।
জামায়াতের প্রচ্ছন্ন সমর্থনেই সরকার গঠন
করেছেন। তাহলে শাহবাগের তরুণদের
আশির দশকের প্রারম্ভে শেখ হাসিনার
রাজনীতি শুরু হয়েছিল
জামায়াতে ইসলামীকে মিত্র রূপে পাশে নিয়েই।
শেখ হাসিনার
সঙ্গে জামায়াতে ইসলামী এবং স্বৈরাচারী এরশাদের
দহরম-মহরম নতুন কোনো ঘটনা নয়।
১৯৮৬ সালে তার নেতৃত্বেই আওয়ামী লীগ
জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ
করে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ
করে অবৈধ এরশাদ সরকারকে বৈধতা দিয়েছিল।
১৯৯৫-৯৬ সালে বিএনপির বিরুদ্ধে একই শেখ
হাসিনা একপাশে গোলাম আযম এবং অন্য
পাশে এরশাদকে নিয়ে বিএনপি সরকারের
বিরুদ্ধে আন্দোলন করেছেন।
জামায়াতের প্রচ্ছন্ন সমর্থনেই সরকার গঠন
করেছেন। তাহলে শাহবাগের তরুণদের
কণ্ঠে ‘শেখ হাসিনা তুই রাজাকার’ ধ্বনি আজ
পর্যন্ত কেন উচ্চারিত হলো না?
কারন শাহবাগ প্রজনন চত্বর হাসিনারই কারসাজি।
কারন শাহবাগ প্রজনন চত্বর
ওরে ছাগুর বাচ্চা থাবরাইয়া তোরে পাকিস্তান পাডাইয়া দিমু
দলালের বাচ্চা সিঁদুর পড়াইয়া
দলালের বাচ্চা সিঁদুর পড়াইয়া ভারত পাটাইয়া দিমু।
শালা আওয়ামীলীগ।
তাহলে শাহবাগের তরুণদের
কণ্ঠে
তোমাদের বাবা গো-আজমদের জন্য বেশী খারাপ লাগতেছে? একটু ধৈর্য্য ধরে অপেক্ষা কর। ঝুলায়া দিলে সব ঠিক হয়ে যাবে।
নারে তোদের লাফালাফি দেইখা
নারে তোদের লাফালাফি দেইখা হাঁসি পাইতাছে। হে হে হে।
শালা আওয়ামী দালালের বাচ্চা।
এই মুহুর্তে যে
এই মুহুর্তে যে নিজামী-সাঈদী-মাহমুদুর গং কে যে সমর্থন দেবে সেই পাকিস্তানের দালাল, রাজাকারের দালাল। আমরা রাজাকারদের বিচার চাই এবং সেটা একাত্তরের গনহত্তার জন্য। এরপর কে বসলো আর না বসলো সেটা দেখার বিষয় না। বিচার না করে হাসিনা সরকারও পার পাবে না। আর হাসিনা সরকার যদি বিচার করে তাহলে তাকেই সমর্থন দেবো, না করলে দেবো না। তাতে আপনার মত লোক দালাল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও। আপনি হাসিনাকে কি বললেন আর না বললেন সেটা আপনার ব্যাপার। কিন্তু শেষের লাইনটায় ল্যাঞ্জাটা একটু বের হয়ে গেল না? আসলে ল্যাজ্ঞা ইজ ডিফিকাল্ট টু হাইড।
ছাগু ছাগু ডাকপাড়ি
হে মেশিনম্যানের ঘেঁটুপুত্র, অনলাইনে মুজরা নৃত্য তো ভালোই দেখাতে পারিস । :তালিয়া:
হে হে হে।উচিত কথা কইলেন
হে হে হে।উচিত কথা কইলেন ছাগু,হারামির বাচ্চারা। :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
এ ব্লগে ভাষার ব্যবহারে
এ ব্লগে ভাষার ব্যবহারে শালিনতা বজায় রাখা আবশ্যক। এসব “বাঁশের কেল্লার” ছাগুদের জায়গা ইস্টিশনে নাই। সময় থাকতে ল্যাজা গুইজা পলায়ন কর… নইলে প্যাদানীর মাফ নাই….
ভাই আমারে অনেক কিছু বলতে
ভাই আমারে অনেক কিছু বলতে পারেন কিন্তু
আমি বিএনপি-আওয়ামীলীগ-জামাত কিছুই করিনা।
যা পারেন আমারে বলেন। :ফুল: :ফুল: :ফুল: