খুব কষ্ট করে এমেক্স এর ৪৫ হাজার টাকা, ইবিএলের ১৫ হাজার টাকা, ১৫ হাজার লোন এবং নিজের ১৫ হাজার টাকা খরচ করে গত বছর ফেব্রুয়ারী মাসে একটি ওয়াল্টন মোটর সাইকেল কিনি ঢাকার যানজোট থেকে বাচার জন্য।
খুব কষ্ট করে এমেক্স এর ৪৫ হাজার টাকা, ইবিএলের ১৫ হাজার টাকা, ১৫ হাজার লোন এবং নিজের ১৫ হাজার টাকা খরচ করে গত বছর ফেব্রুয়ারী মাসে একটি ওয়াল্টন মোটর সাইকেল কিনি ঢাকার যানজোট থেকে বাচার জন্য।
কিন্তু জামাত-শিবির-বি এন পি হরতালের নাম করে হরতালের আগের দিন যেভাবে গাড়ী পোড়াচ্ছে, মনে হচ্ছে ওনাদের টাকায় আমরা সাধারন মানুষ গাড়ী কিনেছি। বলে রাখি একটা কথা, আমি এখনো আমার এমেক্স এর বিল পরিপূর্ণ ভাবে শোধ করতে পারিনি যার ফলে এর সুদ আমি এখনো দিয়ে যাচ্ছি। আমার কষ্টের টাকায় কেনা গাড়ীটি আপনাদের বাপ দাদার সম্পত্তি নয় যে এভাবে পুড়াবেন। গাড়ী যদি পোড়াতে হয় আগে নিজের টা পোড়ান। জনসাধারনের নয়।
গাড়ি পুড়াতে আসলে গাড়ি সোজা
গাড়ি পুড়াতে আসলে গাড়ি সোজা ওদের গায়ের উপর তুলে দেবেন :/
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
শুভ্রদেবের কথার মন্তব্যের মত
শুভ্রদেবের কথার মন্তব্যের মত আমার ইচ্ছা আছে…